Facelift ভার্সনের পর এবার আরও স্পোর্টি Venue N Line লঞ্চ করবে Hyundai, নতুন তথ্য সামনে এল
Hyundai সম্প্রতি তাদের Venue কমপ্যাক্ট এসইউভির Facelift ভার্সন লঞ্চ করেছে। এবার দক্ষিণ কোরিয়ান সংস্থাটি Venue এর আরও স্পোর্টি ভ্যারিয়েন্টের উপরে কাজ করছে, যা বাজারে আসবে Venue N Line নামে। নতুন Venue N Line আগামী কয়েক মাসের মধ্যে লঞ্চ হবে। রাস্তায় পরীক্ষা চালানোর সময় মার্চ মাসে এর প্রথম ছবি সামনে এসেছিল। এবার গাড়িটির ভ্যারিয়েন্ট সম্পর্কিত তথ্য প্রকাশ পেল।
Hyundai Venue N Line ভ্যারিয়েন্ট
i20 N Line এর দেখাদেখি Hyundai দুই ভ্যারিয়েন্টে Venue N আনবে - N6 এবং N8। নতুন ভার্সনের মতো ১.০ লিটার তিন সিলিন্ডার বিশিষ্ট একই টার্বো-পেট্রোল ইঞ্জিনের সাথে আসবে এটি। তবে এটি ম্যানুয়াল গিয়ারবক্স-সহ পাওয়া যাবে না বলে দাবি করা হয়েছে। নতুন Venue N Line কেবলমাত্র সাত গতির ডুয়াল ক্লাচ অটোমেটিক গিয়ারবক্স অপশনে আসব।
Hyundai Venue N Line বাহ্যিক এবং অভ্যন্তরীণ পরিবর্তন
Venue N Line গাড়িটিকে স্ট্যান্ডার্ড Hyundai Venue থেকে আলাদা করার জন্য কিছু বিশেষ পরিবর্তন আনা হয়েছে। সামনে এবং পিছনে থাকবে ভিন্ন ডিজাইন। উপরন্তু, গ্রিল, সামনের ফেন্ডার এবং বুট লিড এ এন লাইন ব্যাজিংও থাকবে। অন্যান্য বাহ্যিক পরিবর্তনগুলির মধ্যে থাকছে একটি ভিন্ন অ্যালয় হুইল ডিজাইন এবং একটি ডুয়াল-টিপ এগজস্ট।
Hyundai Venue N Line এর অন্দরমহল সম্পূর্ণ কালো রঙে সাজিয়ে তোলা হতে পারে। i20 N Line এর মতো কেবিন জুড়ে লাল অ্যাকসেন্টও থাকবে। সূত্রের খবর সত্যি হলে, Hyundai i20 N Line মতো এই মডেলটিতেও একই স্টিয়ারিং হুইল থাকার সম্ভাবনা নাকচ করা যাবে না। যেহেতু Venue ফেসলিফ্টে একটি ডিজিটাল ইন্সট্রুমেন্ট ক্লাস্টার রয়েছে, তাই হুন্ডাই বিভিন্ন গ্রাফিক্সও অফার করতে পারে।
Hyundai Venue N Line-র N8 ভ্যারিয়েন্ট হবে গাড়িটির টপ-এন্ড মডেল। এতে ওয়্যারলেস অ্যান্ড্রয়েড অটো এবং অ্যাপল কারপ্লে সাপোর্ট করে এমন ৮-ইঞ্চি ইনফোটেইনমেন্ট স্ক্রিন দেওয়া হবে। সঙ্গে থাকবে পাওয়ার ড্রাইভার সিট এবং অন্যান্য বৈশিষ্ট সমূহ। কিন্তু এন্ট্রি-লেভেল N6 ভেরিয়েন্ট এ এলইডি হেডলাইট, অ্যাম্বিয়েন্ট লাইটিং এবং আরও অনেক কিছু না থাকার সম্ভাবনা তীব্র। i20 N Line এর মতো একই সেফটি ফিচার দেখা যাবে৷ তবে N8 ছয়টি এয়ারব্যাগ এবং N6 দুটি এয়ারব্যাগ পাবে বলে অনুমান।