মোদি সরকারের নতুন প্রকল্পে 10,000 টাকা সস্তায় পাওয়া যাবে ইলেকট্রিক স্কুটার-বাইক
বৈদ্যুতিক যানবাহন কিনতে আমজনতাকে উৎসাহ দেওয়ার লক্ষ্যে ফেম (FAME) প্রকল্প চালু করেছিল কেন্দ্রীয় সরকার। যার দ্বিতীয় পর্যায় এপ্রিলে শেষ হয়েছে৷ অঙ্ক কমালেও সাবসিডি চালিয়ে যাওয়ার লক্ষ্যে ইলেকট্রিক মোবিলিটি প্রোমোশন স্কিম বা ইএমপিএস (EMPS) নামে আরও একটি প্রকল্প আনে কেন্দ্র। এবার ফেম-এর বদলি হিসাবে মন্ত্রীসভার বৈঠকে প্রধানমন্ত্রী নরেন্দ্র মোদির নেতৃত্বে পিএম ই-ড্রাইভ (PM E-Drive) স্কিম চালু হল।
বিশ্বের তৃতীয় বৃহত্তম গাড়ি শিল্পে বৈদ্যুতিক মডেলের ব্যবহার ও চাহিদা উভয় বাড়াতে মোদি সরকার ১০ হাজার ৯০০ কোটি টাকা বরাদ্দ করেছে, যা দুই বছর ধরে খরচ করা হবে। এই স্কিমে ভারতে নির্মিত ২৪.৭৯ লক্ষ ইলেকট্রিক টু-হুইলার, ৩.১৬ লক্ষ বৈদ্যুতিক তিন চাকার গাড়ি এবং ১৪ হাজার ২৮টি বৈদ্যুতিক বাস ভর্তুকির সুযোগ-সুবিধা পাবে। তবে চার চাকার ইলেকট্রিক গাড়ি ও হাইব্রিড ভেহিকেলকে প্রকল্পের বাইরে রাখা হয়েছে।
কেন্দ্রীয় ভারী শিল্প মন্ত্রী এইচডি কুমারস্বামী জানান, ১১ সেপ্টেম্বর ইউনিয়ন ক্যাবিনেট থেকে অনুমোদন প্রাপ্ত এই নতুন ইলেকট্রিক ভেহিকেল সাবসিডি স্কিম ইভি টু-হুইলারের দাম ইউনিট পিছু ১০,০০০ টাকা কমিয়ে আনবে। প্রথম বছরে প্রতিটি ই-বাইক বা ই-স্কুটারে ৫,০০০ টাকা থেকে শুরু করে ১০,০০০ টাকা পর্যন্ত ভর্তুকি মিলবে। দ্বিতীয় বছরে ভর্তুকি মিলবে ২,৫০০ টাকা থেকে ১০,০০০ টাকা পর্যন্ত।
আরও পড়ুন: যেমন লম্বা সিট তেমন বিশাল বুট স্পেস, Activa-র থেকেও সস্তার লঞ্চ হল Warivo CRX ইলেকট্রিক স্কুটার
অন্যদিকে, ইলেকট্রিক থ্রি-হুইলারে প্রথম বছরে ৫০,০০০ টাকা ও দ্বিতীয় বছরে ২৫,০০০ টাকা পর্যন্ত সাবসিডি মিলবে। তবে ইলেকট্রিক বাসে কত টাকা সাবসিডি দেওয়া হবে তা এখনও ঘোষণা করা হয়নি। কেন্দ্রীয় ভারী শিল্প মন্ত্রক থেকে বৈদ্যুতিক যানবাহন কিনতে ই-ভাউচার দেওয়া হবে। কেনার সময় ক্রেতারা পোর্টাল থেকে আধার অথেন্টিকেটেড ই-ভাউচার পেয়ে যাবেন। তা দেখিয়ে ডিসকাউন্ট পাওয়া যাবে।
আরও পড়ুন: পুজোর আগে বড় চমক, 108MP ও 50MP ক্যামেরা নিয়ে এই মাসে আসছে নতুন ফোন