নতুন Yamaha MT-15 Version 2.0 সম্পর্কে যে পাঁচটি বিষয় জেনে রাখবেন
সম্প্রতি ভারতের বাজারে নয়া সংস্করণে লঞ্চ হয়েছে ইয়ামাহার হাইপার-নেকেড মোটরসাইকে, এমটি-১৫ (Yamaha MT-15)। নতুন মডেলটির নামকরণ Yamaha MT-15 Version 2.0। স্টাইলিং ইউএসপি হলেও মোটরসাইকেলটির পারফরম্যান্স দুর্দান্ত। নজরকাড়া ফিচার দ্বারা সজ্জিত হয়ে এসেছে নতুন প্রজন্মের মডেলটি। এই প্রতিবেদনে মোটরসাইকেলটির পাঁচটি গুরুত্বপূর্ণ বিষয় সম্পর্কে আলোচনা করা হল।
অধিক রঙের বিকল্প
ইয়ামাহা এমটি-১৫-এর নতুন মডেলটি বেশ কিছু নতুন রঙের ছোঁয়া পেয়েছে। আগে আইস ফ্লুও-ভার্মিলিয়ন এবং মেটালিক ব্ল্যাক কালার অপশনে পাওয়া যেত, কিন্তু এখন সিয়ান স্ট্রোম এবং রেসিং ব্লু রঙে বেছে নেওয়া যাবে। বিশেষত সিয়ান স্ট্রোম পেইন্ট স্কিম থেকে চোখ ফেরানো মুশকিল। নতুন অবতারে একটি সিঙ্গেল পিস স্যাডেল সহ এলইডি হেডল্যাম্প এবং টেলল্যাম্প রয়েছে। ফুয়েল ট্যাঙ্কের পাশের প্যানেলের গ্রাফিক্স সামান্য পরিবর্তিত করা হয়েছে।
আপডেটেড হার্ডওয়্যার
Yamaha R15 V4.0-র মতো এমটি-১৫ ভার্সন ২.০-এর ফ্রন্ট সাসপেনশন আপডেটে করা হয়েছে। পুরনো টেলিস্কোপিক ফর্কের জায়গায় এসেছে আপসাইড ডাউন বা ইউএসডি ফর্ক। ফর্কের উপরের অংশ সোনালী রঙে আবৃত করা হয়েছে। যা রাস্তায় যেকোনো পথচারীর চোখ টানবে। আবার বক্স-সেকশনের সুইংআর্মের বদলে ইয়ামাহার মোটোজিপি ইন্সপায়ার্ড অ্যালুমিনিয়াম সুইংআর্মের উপস্থিতি লক্ষ্য করা গেছে।
ব্লুটুথ কানেক্টিভিটি-সহ নতুন ইন্সট্রুমেন্ট ক্লাস্টার
নতুন মডেলে যুক্ত হয়েছে একটি নতুন নেগেটিভ এলসিডি ইন্সট্রুমেন্ট ক্লাস্টার, যা স্মার্টফোনের সাথে সংযোগ স্থাপন করবে। Y-Connect অ্যাপের মাধ্যমেও বাইকের সাথে স্মার্টফোনটি কানেক্ট করা যাবে। এর ফলে প্যানেলে কল ও এসএমএস অ্যালার্ট, জ্বালানির পরিমাণ, শেষ পার্কিং অবস্থান সহ ইত্যাদি তথ্য ভেসে উঠবে।
মেকানিক্যাল স্পেসিফিকেশন
অন্যান্য ক্ষেত্রে আপডেট এলেও ইঞ্জিনটি অপরিবর্তিত রাখা হয়েছে। আগের মতই ইয়ামাহা এমটি-১৫-এর ১৫৫ সিসি সিঙ্গেল সিলিন্ডার লিকুইড কুল্ড ইঞ্জিন থেকে ১৮.১ বিএইচপি শক্তি এবং ১৪.১ এনএম টর্ক পাওয়া যাবে। সঙ্গে আছে ৬ গতির গিয়ারবক্স।
নতুন মূল্য
২.০ ভার্সনে ইয়ামাহা এমটি-১৫-র মূল্য সামান্য চড়েছে। মেটালিক ব্ল্যাক কালার মডেলটির দাম ১,৫৯,৯০০ টাকা, যেখানে অন্য তিনটি রঙের মডেলের মূল্য ১,৬০,৯০০ টাকা (এক্স-শোরুম)। আগের চাইতে নয়া মডেলটির দাম ১৪,০০০ টাকা বেশি। এটি TVS Apache RTR 200 4V, Honda Hornet 2.0, Suzuki Gixxer 250 সহ অন্যান্য বাইকের সাথে টক্কর নেবে।