New Yamaha MT15 প্রতীক্ষার অবসান ঘটিয়ে আজই ভারতে লঞ্চ হতে পারে! সম্ভাব্য বৈশিষ্ট্যগুলি একনজরে দেখে নিন
ভারতে আত্মপ্রকাশের পর থেকে Yamaha MT-15 হাইপার-নেকেড মোটরসাইকেল তেমন কোনও গুরূত্বপূর্ণ আপডেট পায়নি। বলা ভাল, থেকে গিয়েছে একইরকম। পরিবর্তন বলতে যোগ হয়েছে নতুন কয়েকটি রঙ। আর বিশেষ কিছু নয়। তবে এবার Yamaha MT-15 মডেলে কিছু সিরিয়াস আপগ্রেডের সাক্ষী থাকতে চলেছে দেশের বাইকমহল। বিভিন্ন মহল থেকে পাওয়া খবর অনুযায়ী, Yamaha MT-15 Version 2.0 আজই দেশে লঞ্চ হচ্ছে।
সম্প্রতি ইয়ামাহার কয়েকজন ডিলার আনঅফিসিয়াল ভাবে MT-15 Version 2.0 এর বুকিং নেওয়া শুরু হয়েছে। বুকিংয়ে ২,০০০ টাকা থেকে ১০,০০০ টাকা পর্যন্ত খরচ হচ্ছে। মোটরসাইকেলটি কালার অপশনে পাওয়া যাবে বলে জানা গিয়েছে। সেগুলি হল গ্রে, হোয়াইট, গ্লসি ব্ল্যাক, এবং রেসিং ব্লু।
নতুন MT15-এর সম্ভাব্য ফিচারগুলির মধ্যে প্রথমেই নতুন মাল্টি-ফাংশনাল ডিজিটাল ইন্সট্রুমেন্ট ক্লাস্টারের নাম আসছে। যা, গিয়ার পজিশন, রাইড মোড, এভারেজ স্পিড, এবং ফুয়েল এফিশিয়েন্সির মতো তথ্য দেখাবে। নতুন মডেলটি ব্লুটুথের মাধ্যমে স্মার্টফোনকে বাইকের সঙ্গে সংযুক্ত করার সুবিধা দেবে। ফলে কনসোলেই কল, নোটিফিকেশন এলার্ট, ব্যাটারি লেভেল সর্ম্পকিত তথ্য ফুটে উঠবে। হার্ডওয়্যারের মধ্যে সংযোজন হতে পারে ডুয়াল চ্যানেল এবিএস এবং আপসাইড-ডাউন ফর্ক।
বাইকটির পারফরম্যান্স এবং ডিজাইনে হাত দেওয়া হবে না বলেই মনে করা হচ্ছে। ফলে পূর্বের ন্যায় বাইকটির ১৫৫ সিসি লিকুইড কুল্ড ইঞ্জিন থেকে ১৮.৫ পিএস পাওয়ার এবং ১৩.৯ এনএম টর্ক উৎপন্ন হবে। সঙ্গে থাকবে সিক্স স্পিড গিয়ারবক্স। অনুমান, বাজার চলতি মডেলের (১,৪৬,৯০০ টাকা) চেয়ে আপকামিং সংস্করণের দাম হাজার দশেক টাকা বেশি রাখা হবে বলে।