ভারতে তৈরি গাড়ি পাড়ি দিচ্ছে বিশ্বের বিভিন্ন প্রান্তে, 10 লক্ষ মেড-ইন-ইন্ডিয়া মডেল রপ্তানি করে নজির গড়ল Nissan

By :  SUMAN
Update: 2022-07-30 05:35 GMT

জাপানি বহুজাতিক গাড়ি নির্মাতা নিসান মোটর (Nissan) ভারতে নতুন নজির গড়ার ঘোষণা করল। সংস্থাটি জানিয়েছে ২০১০-এর সেপ্টেম্বর থেকে এখনও পর্যন্ত ১০ লক্ষ মেড-ইন-ইন্ডিয়া গাড়ি বিশ্বের বিভিন্ন প্রান্তে রপ্তানি করেছে। সেগুলি চেন্নাইয়ের রেনো-নিসান অটোমেটিক ইন্ডিয়া লিমিটেড (RNAIPL) এর কারখানা থেকে বিশ্বের ১০৮টি দেশে পাঠানো হয়েছে। গতকাল কামরাজ বন্দর থেকে ১০ লক্ষতম এক্সপোর্ট ইউনিট হিসাবে Magnite জাহাজে ওঠানোর সময় উপস্থিত ছিলেন নিসান ইন্ডিয়ার সভাপতি ফ্র্যাঙ্ক টোরেস, সংস্থার পরিচালন ব্যবস্থার সদস্য সহ প্রমুখ ব্যক্তিবর্গ।

এই প্রসঙ্গে ফ্র্যাঙ্ক টোরেস বলেন, “নিসান তাদের ১০ লক্ষতম গাড়ি ভারত থেকে রপ্তানি করতে পেরে গর্বিত। এ দেশ নিসানের কাছে যন্ত্রাংশ জুড়ে গাড়ি এবং সরঞ্জাম রপ্তানির একটি গুরুত্বপূর্ণ হাব। সাম্প্রতিক সময়ের সবচেয়ে ভালো উদাহরণ হল আমাদের বেস্ট সেলিং Magnite গাড়িটি নেপাল ভুটান এবং বাংলাদেশে রপ্তানি করা হয়েছে।” তিনি জানান এটি তাদের প্রতিযোগিতা মূলক মনস্কতার সাক্ষ্য বহন করে।

অন্য দিকে RNAIPL-এর এমডি এবং সিইও বিজু বালেন্দ্রন বলেন, “১০ লক্ষ রপ্তানির মাইল ফলক পৌঁছানোর মুহূর্তটি আমাদের সকলের কাছে গর্বের। এটি ‘মেক ইন ইন্ডিয়া’ উদ্যোগের প্রতি নিসানের প্রতিশ্রুতির প্রমাণ। এই কৃতিত্ব বিশ্বব্যাপী বাজারে আমাদের উপস্থিতির সম্প্রসারণ ও উদ্দেশ্যকে শক্তিশালী করে। ভারতের রেনো-নিসান ল্যান্ড উৎপাদনের উৎকর্ষতা দিয়ে আগামীতে আরও প্রশংসা ও স্বীকৃতি অর্জন করবে।”

প্রসঙ্গত, নিসান ভারত থেকে মধ্যপ্রাচ্যের দেশ, ইউরোপ, লাতিন আমেরিকা, নিউজিল্যান্ড, অস্ট্রেলিয়া, দক্ষিণ পূর্ব এশিয়া, সার্ক অন্তর্ভুক্ত দেশ, ও আফ্রিকার বাজারে গাড়ি রপ্তানি করে। আবার সম্প্রতি ইউরোপ থেকে মধ্যপ্রাচ্যের দেশ যেমন সৌদি আরব, সমগ্র আরব আমিরশাহী, ওমান, কাতার, বাহারিন এবং কুয়েতে গাড়ি রপ্তানিতে বেশি প্রাধান্য দিচ্ছে। সবচেয়ে বেশি তারা Nissan Magnite রপ্তানি করে থাকে। সূচনা থেকে RNAIPL-তে এ পর্যন্ত সংস্থাটি মোট ১৫০ কোটি ডলার বা প্রায় ১২,০০০ কোটি টাকা বিনিয়োগ করেছে। আবার ভারত এবং বিদেশের বাজারে চাহিদা মেটাতে গাড়ি উৎপাদনের ক্ষমতাও বাড়ানো হয়েছে।

Tags:    

Similar News