গাড়ির ফ্রি চেকআপ এবং ওয়াশ, ছাড় লেবার চার্জেও, বর্ষা উপলক্ষ্যে এমন অফার কে দিচ্ছে

By :  techgup
Update: 2023-08-02 06:22 GMT

কথায় বলে ক্রেতা আসলে ব্যবসায়ীর কাছে লক্ষ্মীর সমান। আর সেই লক্ষ্মীকে সন্তুষ্ট করতে পারলেই লক্ষী লাভ অবধারিত। এই সারকথা মাথায় নিয়েই আজকের প্রতিযোগিতার বাজারে মুখোমুখি লড়াইতে নেমেছে বিভিন্ন সংস্থা। প্রতিযোগিতা টিকে থাকতে বিভিন্ন সংস্থাকেই নানা রকম আকর্ষণীয় অফার আনতে হয় বছরের বিভিন্ন সময়। কিছুদিন আগেই গাড়ির সার্ভিস করার এক ক্যাম্পেন চালু করেছিল ফরাসি গাড়ি নির্মাতা রেনো (Renault)। আর এবার সেই পথেই হাঁটলো জাপানের জনপ্রিয় গাড়ি নির্মাণকারী সংস্থা নিশান (Nissan)। জুলাই মাসের ১৫ তারিখ থেকে এই সমস্ত শুরু করেছে ফ্রি মনসুন চেকআপ। চলবে, আগামী ১৫ই সেপ্টেম্বর পর্যন্ত।

Nissan আগামী ১৫ই সেপ্টেম্বর পর্যন্ত গাড়ির ফ্রি মনসুন চেকআপ চালু করল

ভারতের সর্বত্র ছড়িয়ে থাকা সংস্থার সমস্ত অথরাইজড ওয়ার্কশপে নিশান এবং ডাটসন গ্রাহকরা গাড়ির চেকআপ করাতে পারবেন। তার জন্য Nissan Connect অ্যাপ্লিকেশনের মাধ্যমে ঘরে বসেই গ্রাহকরা সার্ভিস করানোর জন্য নাম নথিভুক্ত করাতে পারবেন আপনার। এছাড়াও সংস্থার ভারতীয় ওয়েবসাইটেও গিয়েও এই কাজ করা সম্ভব। অনলাইনের এই ব্যবস্থাপনা ছাড়াও আপনার নিকটবর্তী নিশান কিংবা ডাটসন এর অথরাইজড ওয়ার্কশপে সরাসরি গিয়ে অ্যাপয়েন্টমেন্ট বুক করতে পারবেন।

বর্ষার দিনের কথা মাথায় রেখে আয়োজিত এই ক্যাম্পে ৩০ পয়েন্ট ইন্সপেকশন করা হবে বলে জানা গিয়েছে। অর্থাৎ আপনার গাড়ির প্রতিটি অংশ খুঁটিয়ে দেখবেন সংস্থার দক্ষ কর্মচারীরা। এই পরিষেবার মধ্যে রয়েছে বিনামূল্যে ব্যাটারি চেকআপ, গাড়ির কেবিন ও বাইরের অংশ পরীক্ষা, গাড়ির নিচের অংশ চেকআপ এবং রোড টেস্ট। এই সমস্ত ছাড়াও গ্রাহকদের জন্য রয়েছে আরও একটি আকর্ষণীয় অফার। প্রতিটি গাড়ি কম্প্লিমেন্টারি ওয়াশ করে দেওয়ার প্রতিশ্রুতি দিয়েছে নিশান।

সাধারণত গাড়ির সার্ভিসিং এর সময় পুরনো কিছু যন্ত্রপাতি বদলানোর প্রয়োজন পড়ে। সেই কারণেই অতিরিক্ত টাকা গুনতে হয় গাড়ির মালিককে। এই বিষয়টিতেও সুরাহা দিতে প্রস্তুত নিশান। মনসুন ফ্রি চেক আপ ক্যাম্পেন এর মধ্যে গ্রাহকদেরকে ওয়াইপার ব্লেড এর উপর ১০% পর্যন্ত ডিসকাউন্ট দেওয়া হবে বলে বলে জানানো হয়েছে। উপরন্তু ব্রেক প্যাড পরিবর্তন এবং পারিশ্রমিক এই দুইয়ের উপরেই থাকছে ২০ শতাংশ পর্যন্ত ছাড়। এই ডিসকাউন্টের দৌলতে নিজেদের গাড়ি সার্ভিস করানোর সময় গ্রাহকরা বেশ কিছুটা অর্থ বাঁচাতে পারবেন বলেই মত তাদের।

নিশান মোটর ইন্ডিয়া এর ম্যানেজিং ডিরেক্টর মিস্টার রাকেশ শ্রীবাস্তব এই প্রসঙ্গে বলেন, "নিশানের গ্রাহকদের এক আকর্ষণীয় গ্রাহক অনুভূতি প্রদান করতে পেরে আমরা গর্বিত। আমাদের প্রতিটি গ্রাহককে বিনামূল্যে বিক্রি পরবর্তী সার্ভিস এর পরিষেবা পৌঁছে দেওয়ার লক্ষ্যমাত্রা নিয়েই চালু হয়েছে এই মনসুন ক্যাম্প।"

প্রসঙ্গত গত বছরেও আয়োজিত এই সংস্থার ফ্রি মনসুন ক্যাম্পে ১২ হাজারের বেশি গ্রাহকের উপস্থিতি এই পরিষেবার গ্রহণযোগ্যতা প্রমাণ করেছিল। সেই সাফল্য থেকে অনুপ্রাণিত হয়েই চলতি বছরের আয়োজন করা হয়েছে এই প্রোগ্রাম। এছাড়াও ২০২২-২৩ অর্থবর্ষের মধ্যে নতুন ১৯টি টাচ পয়েন্ট চালু করেছে নিশান। এর মধ্যে রয়েছে ১৪টি অথরাইজড শোরুম এবং পাঁচটি সার্ভিস ওয়ার্কশপ।

Tags:    

Similar News