Nissan Magnite: নিসান ম্যাগনাইট মিলছে 1.35 লাখ টাকা ছাড়ে! শুধু জুনেই এই ওয়ান টাইম অফার

By :  SUMAN
Update: 2024-06-08 15:04 GMT

নিশান ইন্ডিয়া মোটর (Nissan India Motor) ভারতে ‘উইকেন্ড কার্নিভাল’-এর (Weekend Carnival) ঘোষণা করল। ৮-৯ জুন এবং ১৫-১৬ জুন চলবে এই অফার। যার আওতায় Nissan Magnite গাড়িটিতে সর্বাধিক ১,৩৫,১০০ টাকা সাশ্রয় করার সুযোগ পাবেন ক্রেতারা। অফারটির পোশাকি নাম ‘NMIPL Loyalty Program’। যার আওতায় গাড়িটিতে স্পেশাল এক্সচেঞ্জ, লয়ালটি, ৩ বছরের প্রি-পেইড মেইনটেনেন্স প্রোগ্রাম, এক্সক্লুসিভ ফাইন্যান্স অপশন ইত্যাদি অফার করা হবে।

Nissan Magnite-এ মিলছে ১.৩৫ লাখ টাকা বেনিফিট

উল্লেখ্য, কোম্পানির তরফে জানানো হয়েছে Nissan Magnite এর MT XE ও AMT XE ভ্যারিয়েন্টে কোন অফার উপলব্ধ নেই। কার্নিভালের সময় উপস্থিত অতিথিদের বুকিংয়ের উপর বিভিন্ন উপহার অথবা অ্যাক্সেসরিজ দেওয়া হতে পারে। এর GEZA SE মডেলেও এই অফার বরাদ্দ রয়েছে। অ্যাক্সেসরিজ ও ডিসকাউন্ট কাদের দেওয়া হবে, তা লাকি ড্রয়ের মাধ্যমে বেছে নেওয়া হবে।

সম্প্রতি নিসান গত মাসের বিক্রির পরিসংখ্যান সকলের সাথে ভাগ করে নিয়েছে। দেখা গেছে, গত মাসে তারা মোট ৬,২০৪ ক্রেতার হাতে নতুন গাড়ির চাবি তুলে দিতে পেরেছে। যেখানে গত বছর একই সময়ে সংখ্যাটি ৪,৬৩১ ইউনিট থাকার ফলে ওই সময়ের তুলনায় ৩৪% বিক্রি বেড়েছে। আবার এ বছর এপ্রিলে বিক্রি ৩,০৪৩ ইউনিট হওয়ায় মে'তে চাহিদা ১০৪% বাড়তে দেখা গেছে।

প্রসঙ্গত, সম্প্রতি Nissan Magnite এর GEZA CVT স্পেশাল এডিশন লঞ্চ হয়েছে। এর দাম রাখা হয়েছে ৯.৮৪ লাখ টাকা (এক্স-শোরুম)। তুলনামূলক কম বাজেটের মধ্যে এই গাড়িতে অটোমেটিক ট্রান্সমিশন অফার করা হয়েছে। গুরুত্বপূর্ণ ফিচারস হিসাবে এতে রয়েছে একটি ৯-ইঞ্চি এইচডি টাচস্ক্রিন ডিসপ্লে, ওয়্যারলেস অ্যাপেল কারপ্লে এবং অ্যান্ড্রয়েড অটো কানেক্টিভিটি এবং প্রিমিয়াম জেবিএল স্পিকার সিস্টেম। আবার সুরক্ষার জন্য মিলবে রিয়ার ভিউ ক্যামেরা।

Tags:    

Similar News