যখন তখন খুলে উপরে উঠে যাচ্ছে বনেট, আজব সমস্যার কারণে 3 লাখের বেশি গাড়ি ফেরত নেবে জাপানি সংস্থা

By :  SUMAN
Update: 2022-06-29 18:00 GMT

এ এক আজব সমস্যা। অভিযোগ ছিল গাড়ি চলাকালীন হঠাৎ নিজে থেকেই খুলে উপরে উঠে যাচ্ছে ‘হুড’ বা বনেট। ফলে চালকের দৃষ্টিতে বাধা সৃষ্টি হওয়ার কারণে যে কোনো সময় ঘটে যেতে পারে বড়সড় দুর্ঘটনা। সে কারণে আমেরিকার ও কানাডার বাজার থেকে ৩ লক্ষের বেশি গাড়ি তুলে নেওয়ার কথা ঘোষণা করল জাপানি গাড়ি নির্মাতা নিসান মোটর (Nissan Motor)। সংস্থার উত্তর আমেরিকার শাখা জানিয়েছে, তারা মোট ৩,২২,৬৭১টি গাড়ি ফেরত নিতে চলেছে।

সূত্রের খবর, পাথফাইন্ডার মডেলের গাড়ি বাজার থেকে তুলে নেওয়া হচ্ছে। ২০১৩ থেকে ২০১৬-র মধ্যে উৎপাদিত সমস্ত পাথফাইন্ডার এসইউভি মডেল এই রিকল অর্ডারের আওতাধীন। কানাডা থেকে ফেরত চাওয়া গাড়ির সংখ্যা ৩৭,৭০০। নিসানের একজন মুখপাত্র বলেন, তাঁরা জাপানে এই গাড়ি বিক্রি করেন না।

নিসান জানিয়েছে, সেকেন্ডারি হুড ল্যাচের উপর ধুলোময়লা জমা হওয়ার কারণে হুড বন্ধ থাকা সত্ত্বেও খুলে যেতে পারে। এর সমাধান হিসেবে নতুন উপায় বের করা হয়েছে বলে জানায় সংস্থা। খুব শীঘ্রই ত্রুটিযুক্ত গাড়ি মালিকদের সঙ্গে যোগাযোগ করা শুরু করবে নিসান।
গত জানুয়ারি মাসেও আমেরিকা ও কানাডায় বিক্রিত Rougue মডেলের ৭ লক্ষ ৯৩ হাজারের উপরে ছোট এসইউভি গাড়ি গাড়ি ফিরিয়ে নেওয়ার সিদ্ধান্তের কথা জানিয়েছিল তারা।

২০১৪ সাল থেকে ২০১৬ সাল পর্যন্ত তৈরি হওয়া নিসান রগ গাড়িতে ড্রাইভারের ফুট ওয়েলের ভিতর দিয়ে জল তারের সংযোগকারীতে প্রবেশ করে আগুন ধরে যাওয়ার আশঙ্কা করা হয়েছিল সংস্থাটির তরফে। তখন মে মাসের মধ্যে বিষয়টির সুরাহা করে ফেলবে বলে জানিয়েছিল নিসান।

Tags:    

Similar News