Nissan মাত্র 80 টাকায় গাড়ি ব্যবসা বিক্রি করে দিল, বিপুল টাকা ক্ষতি করে কেন এই সিদ্ধান্ত?

By :  SUMAN
Update: 2022-10-12 07:21 GMT

৮০ টাকারও কমে বিক্রি হয়ে গেল প্রসিদ্ধ জাপানি গাড়ি সংস্থা নিসান (Nissan)-এর ব্যবসা। শুনতে অবাক লাগছে? অবিশ্বাস্য মনে হলেও এটাই সত্যি! আসলে পাহাড় সমান লোকসানের কারণে রাশিয়া থেকে পাততাড়ি গোটাতে চলেছে নিসান। ক্ষতির পরিমাণ ৬৮.৭ কোটি ডলার। ভারতীয় মুদ্রায় যা দাঁড়ায় প্রায় ৫,৬৫৫ কোটির অধিক। আর সেকারণেই রাশিয়া থেকে ব্যবসা গোটানোর কঠিন সিদ্ধান্ত নিয়ে ফেলেছে নিসান। ১ ইউরোর বা ৮০ টাকার বিনিময়ে রাশিয়ার রাষ্ট্রায়ত্ত সংস্থা নামি (NAMI)-কে তাদের কারখানা, গবেষণা কেন্দ্র-সহ সমস্ত ফেসিলিটি হস্তান্তর করা হবে।

রাশিয়া সরকারের চাপের মুখে পড়ে গাড়ি উৎপাদন বন্ধ করতে বাধ্য হয় নিসান। আর তার কয়েকমাস বাদেই এই ঘোষণা এল সংস্থার তরফে। ফেব্রুয়ারি থেকে রাশিয়া-ইউক্রেনের হানাহানি শুরুর পর থেকে নিসান হল প্রথম নামজাদা গাড়ির কোম্পানি, যারা রাশিয়া পরিত্যাগের সিদ্ধান্ত নিল। আবার Renault-Nissan-Mitsubishi-র ছত্রছায়ায় থাকা নিক্কেইয়ের মিতসুবিশি-ও সে দেশ থেকেও পাততাড়ি গোটানোর পরিকল্পনা করছে।

রাশিয়াতে নিজেদের সমস্ত ব্যবসার সাথে সেন্ট পিটার্সবার্গের কারখানাটিও হস্তান্তর করবে নিসান। এদিকে নিসানের এই সিদ্ধান্তের প্রতিচ্ছবি পড়েছে রেনো (Renault)-র অন্দরেও। ফরাসি গাড়ি সংস্থাটি ইতিমধ্যেই রাশিয়াতে তাদের ব্যবসার বেশিরভাগ অংশ বিক্রি করে দিয়েছে। যা কিনেছে সেদেশের বিনিয়োগকারী কোম্পানি Avtovaz। রেনোর ব্যবসা বিক্রি নেপথ্যে কারণ রাশিয়া-ইউক্রেনের সামরিক সংঘাত।

এদিকে সেন্ট পিটার্সবার্গের কারখানায় গত মার্চ মাস থেকেই গাড়ির উৎপাদন বন্ধ করে দিয়েছিল নিসান। যার অন্যতম কারণ রাশিয়া-ইউক্রেনের যুদ্ধের ফলে জোগান-শৃঙ্খলে ব্যাঘাত সৃষ্টি। সংস্কারে জানিয়েছে, গাড়ির উৎপাদন বন্ধের পর থেকে তারা পরিস্থিতি বদলানোর আশায় পথ চেয়ে বসেছিল। কিন্তু সে গুড়ে বালি। তাই অগত্যা রাশিয়া ছাড়ার পথ বেছে নেওয়া হয়। তবে এই বৃহৎ পরিমাণ লোকসানের কারণে বিশ্বের মধ্যে একটি গুরুত্বপূর্ণ বাজার ছেড়ে দেওয়ার পাশাপাশি নিসান তাদের উপার্জনের বিষয়টিও সমান গুরুত্বের চোখে দেখছে। বর্তমানে রেনোর সাথে জোটবদ্ধ হয়ে বৈদ্যুতিক গাড়ির বাজারে বিনিয়োগের পরিকল্পনা করছে তারা।

Tags:    

Similar News