ফর্চুনারকে টেক্কা দিতে দশ বছর পর ভারতে ফিরছে Nissan X-Trail, লঞ্চ এই তারিখে

By :  SUMAN
Update: 2024-06-26 09:05 GMT

ভারতে এসইউভিপ্রেমীদের জন্য চমক আনতে চলেছে নিসান মোটর (Nissan Motor)। সামনের মাসেই সংস্থা লঞ্চ করতে চলেছে ফোর্থ জেনারেশন X-Trail SUV। প্রিমিয়াম এই গাড়িটি বর্তমানে সংস্থার পোর্টফোলিওর একমাত্র মডেল Magnite-এর সাথেই ভারতে বিক্রি করা হবে। আগামী ১৭ জুলাই Nissan X-Trail SUV এদেশে লঞ্চ হবে বলে খবর। উল্লেখ্য গত দু’বছর আগে Juke ও Qashqai-এর সাথে প্রদর্শিত হয়েছিল এটি। গাড়িটি Toyota Fortuner ও MG Gloster-কে চাপে ফেলতে পারে।

অনেকেই হয়তো জানেন না, এই Nissan X-Trail SUV এক সময় ভারতের বাজারে বিক্রি হত। ২০০৫ সালে এদেশে প্রথম লঞ্চ হয়েছিল। কিন্তু চাহিদা না থাকায় ২০১৪ সালে বিক্রি বন্ধ করে দেওয়া হয়। ২০২২-এ নতুন অবতার প্রদর্শনের দু'বছর বাদে অফিশিয়ালি লঞ্চ হতে চলেছে X-Trail SUV। এটি ৫ ও ৭-সিটার অপশনে উপলব্ধ হতে পারে।

Nissan X-Trail SUV : পাওয়ারট্রেন

আসন্ন Nissan X-Trail SUV সংস্থার Alliance CMF-C প্ল্যাটফর্মের উপর ভিত্তি করে তৈরি হয়েছে। এতে দেওয়া হয়েছে ePOWER ড্রাইভ সিস্টেম, যার মধ্যে রয়েছে হাই আউটপুট ব্যাটারি এবং পাওয়ারট্রেন। শক্তিশালী হাইব্রিড মোটর থেকে সর্বোচ্চ ২০১ বিএইচপি শক্তি উৎপন্ন হবে। আবার অল হুইল ড্রাইভ ভ্যারিয়েন্টের আউটপুট ২১১ বিএইচপি। মাইল্ড হাইব্রিড ভ্যারিয়েন্টে থেকে পাওয়া যাবে সর্বোচ্চ ১৬০ বিএইচপি ক্ষমতা।

Nissan X-Trail SUV : প্রতিপক্ষ

Nissan X-Trail SUV বিদেশ থেকে আমদানি করে ভারতে বিক্রি করা হবে। তাই দাম বেশি পড়বে। Toyota Fortuner ও MG Gloster ছাড়াও প্রতিদ্বন্দ্বী হিসেবে রয়েছে Hyundai Tucson, Volkswagen Tiguan ও Citroen C5 Aircross।

Tags:    

Similar News