Electric Bike: তেল খরচ বাঁচাতে ইলেকট্রিক বাইক কিনবেন? ২৫ হাজার টাকা ছাড় দিচ্ছে সংস্থা
তেল খরচ বাঁচাতে ইলেকট্রিক বাইক কেনার পরিকল্পনা করছেন? তাহলে আপনার জন্য রয়েছে সুখবর। স্বাধীনতা দিবস উপলক্ষে 'ফ্রিডম অফার' চালু করেছে ই-বাইক স্টার্টআপ ওবেন ইলেকট্রিক। কোম্পানিটির একমাত্র মডেল রর বৈদ্যুতিক মোটরসাইকেলে ২৫ হাজার টাকার বিশাল ছাড় মিলছে। ডিসকাউন্ট ধরে এই ই-বাইকটির দাম কমে ১.২৫ লক্ষ টাকার এক্স শোরুম প্রাইসে এসে দাঁড়িয়েছে।
ওবেন রর ইলেকট্রিক বাইকে ২৫,০০০ টাকা ছাড়
মনে রাখবেন, আগামী ১৫ই আগস্ট পর্যন্ত এই ডিসকাউন্ট অফার চলবে। বর্তমানে ভারতে ইলেকট্রিক মোটরসাইকেলের সংখ্যা খুব কম। তার মধ্যে নিজের আলাদা পরিচিতি গড়ে তুলতে পেরেছে ওবেন রর। বাইকটিকে শক্তি সরবরাহ করতে ৪.৪ কিলোওয়াট আওয়ার এলএফপি ব্যাটারি রয়েছে। ফুল চার্জে এটি ১৮৭ কিলোমিটার পর্যন্ত ছুটতে পারবে বলে দাবি সংস্থার।
ই-বাইকটিতে ৮ কিলোওয়াট ইলেকট্রিক মোটর বর্তমান। যা একে ঘন্টায় ১০০ কিলোমিটার সর্বোচ্চ গতিবেগ তুলতে সাহায্য করে। মোটরসাইকেলটি ঘন্টায় ০-৪০ কিমি গতি তুলতে ৩ সেকেন্ড সময় নেয়। হোম চার্জারের সাহায্যে ২ ঘন্টার মধ্যে ইলেকট্রিক বাইকটির ব্যাটারি পুরোপুরি চার্জ করা যাবে। ওবেন রর'র সামনে টেলিস্কোপিক ফর্ক, পিছনে মনোশক সাসপেনশন, ও উভয় চাকাতেই ডিস্ক ব্রেক রয়েছে।
বাইকটির বিশেষ ফিচার্সের মধ্যে রয়েছে ডিজিটাল ইন্সট্রুমেন্ট ক্লাস্টার, এলইডি ইল্যুমিনিশেন, তিনটি রাইডিং মোড, ও ইউএসবি চার্জিং পোর্ট। উল্লেখ্য, বেঙ্গালুরুতে এতদিন নিজেদের সীমাবদ্ধ রাখলেও, সম্প্রতি পুণে ও দিল্লির পিতমপুরা’তে নিজেদের ইলেকট্রিক বাইকের বিক্রি শুরু করেছে ওবেন।