Oben Rorr: ওবেন রোর ইলেকট্রিক মোটরসাইকেল সম্পর্কে এই পাঁচটি গুরুত্বপূর্ণ বিষয় জানতেন?
দেশীয় প্রযুক্তিতে নির্মিত ইলেকট্রিক বাইক ওবেন রোর (Oben Rorr) গত ১৫ মার্চ ভারতের লঞ্চ হয়েছে। এর হাত ধরেই ভারতের ইলেকট্রিক টু-হুইলারের জগতে পা রেখেছে বেঙ্গালুরুর সংস্থা ওবেন ইলেকট্রিক (Oben Electric) আধুনিক সব ফিচার দ্বারা সমৃদ্ধ হয়ে হাজির হয়েছে এটি। আবার দামের দিক থেকে প্রতিদ্বন্দ্বীদের তুলনায় অনেকটাই সস্তা বাইকটি। এই প্রতিবেদনে Oben Rorr-এর পাঁচটি গুরুত্বপূর্ণ বিষয় তুলে ধরা হল।
Oben Rorr জলরোধী ব্যাটারি এবং মোটর
ওবেন রোরের ইলেকট্রিক ৪.৪ কিলোওয়াট আওয়ার ব্যাটারি জলরোধী IP67 মানপত্র প্রাপ্ত। অর্থাৎ জলের মধ্যে এক মিটার গভীরতায় টানা আধঘন্টা ধরে পড়ে থাকলেও ব্যাটারি বিকল হবে না। আবার বৈদ্যুতিক বাইকটির ১০ কিলোওয়াট ক্ষমতাসম্পন্ন মোটর থেকে ক্রমাগত ৪ কিলোওয়াট শক্তি উৎপন্ন হয়। এটিও IP65 ওয়াটারপ্রুফ রেটিংযুক্ত।
Oben Rorr নিও-রেট্রো ডিজাইন
ওবেন রোরের সাবেকি ও আধুনিকতার মিশেলে ডিজাইন ও বডি প্যানেলগুলি হন্ডা সিবি৩০০আর বাইকটিকে মনে করাবে। প্রাথমিকভাবে রোরের যে রেন্ডার প্রকাশ হয়েছিল, প্রোডাকশন মডেলেও তা বজায় রাখা হয়েছে। ডিজাইনে খুব বেশি পরিবর্তন করা হয়নি।
Oben Rorr রেঞ্জ
ওবেন রোর রেঞ্জ অর্থাৎ একচার্জে পথ চলার নিরিখে তার প্রধান প্রতিপক্ষ টর্ক ক্র্যাটোস ও রিভল্ট আরভি ৪০০এর চাইতে অনেকটাই এগিয়ে। ওবেনের দাবি, রোর সম্পূর্ণ চার্জে ২০০ কিমি পথ অতিক্রম করতে সক্ষম। যদিও এটি বাস্তবে এই রেঞ্জ পাওয়া যাবে না। সংস্থাটি জানিয়েছে হ্যাভক মোডে ১০০ কিমি, সিটি মোডে ১২০ কিমি এবং ইকো মোডে ১৫০ কিমি রেঞ্জ মিলবে। তা সত্ত্বেও এই সেগমেন্টের মধ্যে রোরের রেঞ্জ সর্বাধিক।
Oben Rorr দাম
কোনোরকম ভর্তুকি ছাড়া ওবেন রোর কিনতে খরচ হবে ১,২৪,৯৯৯ টাকা। তবে মহারাষ্ট্র সরকারের ইনসেন্টিভ যোগ করলে মূল্য ৯৯,৯৯৯ টাকা। আবার দিল্লি সরকারের আর্থিক সুবিধার সৌজন্যে এটি সবচেয়ে কম দামে কেনা যাবে, যা ৯৪,৯৯৯ টাকা। অন্য দিকে গুজরাত এবং রাজস্থানে মোটরসাইকেলটি কিনতে খরচ হবে যথাক্রমে ১,০৪,৯৯৯ টাকা ও ১,১৪,৯৯৯ টাকা। তুলনাস্বরূপ, ভর্তুকি যুক্ত হওয়ার পর দিল্লিতে টর্ক ক্র্যাটোসের দাম ১,০২,৪৯৯ টাকা।
Oben Rorr বুকিং, টেস্ট রাইড এবং ডেলিভারি
লঞ্চ হওয়ার তিন দিন (১৮ মার্চ) ওবেন রোরের বুকিং শুরু হয়েছে। ৯৯৯ টাকার বিনিময়ে ব্যাটারিচালিত বাইকটির বুকিং করা যাচ্ছে। সংস্থা জানিয়েছে, টেস্ট রাইড শুরু হবে মে মাস থেকে এবং জুলাই থেকে ডেলিভারি চালু হবে।