Oben Rorr EZ: সস্তায় বিশাল মাইলেজ, চমক দিতে নভেম্বরেই আসছে নতুন ইলেকট্রিক বাইক

Oben Rorr EZ - ফাস্ট চার্জিং-সহ নতুন ইলেকট্রিক বাইক আসছে বাজারে। এটি আনতে চলেছে বেঙ্গালুরু ভিত্তিক স্টার্টআপ কোম্পানি ওবেন ইলেকট্রিক। আগামী ৭ নভেম্বর আনুষ্ঠানিক ভাবে লঞ্চ হবে এটি।

Update: 2024-11-01 18:22 GMT

ফাস্ট চার্জিং-সহ নতুন ইলেকট্রিক বাইক আসছে বাজারে। এটি আনতে চলেছে বেঙ্গালুরু ভিত্তিক স্টার্টআপ কোম্পানি ওবেন ইলেকট্রিক। আগামী ৭ নভেম্বর আনুষ্ঠানিক ভাবে লঞ্চ হবে এটি। এদিন বাইকের একঝলক প্রকাশ করল কোম্পানি। মিলবে ঠাসা ফিচার্স এবং লং রেঞ্জ। বাইকটির নাম রাখা হয়েছে ওবেন রর ইজেড। দামের দিক থেকে বেশ সস্তা হবে বলে দাবি করেছে কোম্পানি।

এই বাইক ইলেকট্রিক মোবিলিটি বিভাগে অন্যান্য প্রতিযোগিদের চ্যালেঞ্জ ছুঁড়ে দেবে বলে দাবি ওবেন ইলেকট্রিকের। ডিজাইনের ক্ষেত্রে স্ট্যান্ডার্ড মডেল অর্থাৎ ওবেন রর-এর থেকে খুব বেশি আলাদা হবে না। মিলবে গোল হেডল্যাম্প, পাতলা টেলিস্কোপিক ফর্ক ইত্যাদি।

ইলেকট্রিক বাইকের ক্ষেত্রে ব্যাটারি, রেঞ্জ নিয়েই বেশি মনোযোগী হোন ক্রেতারা। যদিও এখনও বাইকের বিশদ বৈশিষ্ট্য প্রকাশ করেনি কোম্পানি। তবে সূত্র মারফত দাবি, বাইকে থাকবে হাই-পারফরম্যান্স এলএফপি ব্যাটারি প্রযুক্তি। পাশাপাশি কন্ট্রোল ইউনিট এবং ফাস্ট চার্জিংয়ের উন্নতি করার চেষ্টায় ওবেন ইলেকট্রিক। এতে থাকতে পারে ১৫ এএমপি সকেট। ৮০ শতাংশ চার্জ করতে সময় লাগবে মাত্র ২ ঘণ্টা।

স্ট্যান্ডার্ড ওবেন রর বাইকটির স্পেসিফিকেশনের কথা বললে, এতে ৮ কিলোওয়াট ইলেকট্রিক মোটর এবং ৪.৪ কিলোওয়াট ঘণ্টা ব্যাটারি প্যাক ব্যবহার করা হয়েছে। কোম্পানির দাবি অনুযায়ী, ফুল চার্জে বাইকের রেঞ্জ ১৮৭ কিলোমিটার। ০ থেকে ৪০ কিমি প্রতি ঘণ্টা গতি স্পর্শ করতে সময় নেয় ৩ সেকেন্ড। সর্বোচ্চ গতি ১০০ কিমি প্রতি ঘণ্টা।

বাইকে রয়েছে একগুচ্ছ স্মার্ট ফিচার্স। যেমন রাইড ভাইটাল, রিমোট ডায়াগনস্টিক, জিও-ফেনসিং, ড্রাইভার অ্যালার্ট সিস্টেম ইত্যাদি। বাজারে বাইকটির দাম ১.৪৯ লাখ টাকা। তবে নতুন ওবেন রর ইজেড বাইকের দাম থাকতে পারে ১ লক্ষ টাকা বা তারও কম। বাইকটি লঞ্চ করার পাশাপাশি দেশজুড়ে আরও ৫০টি শোরুম খোলার পরিকল্পনা নিয়েছে কোম্পানিটি। বেঙ্গালুরু, দিল্লি, কোচি, পুনে শহরে খোলা হবে এই শোরুমগুলি

Tags:    

Similar News