2024-এ পথ চলা শুরু হোক ইলেকট্রিক বাইক দিয়ে, ফুল চার্জে 125 কিমি মাইলেজ, দাম কত
মুম্বইয়ের ইলেকট্রিক টু হুইলার কোম্পানি ওডিসি-ইভি (Odysse EV) কিছুদিন হল তাদের নতুন ইলেকট্রিক মোটরসাইকেলের ডেলিভারি আরম্ভ করেছে। যার নাম Vader। বর্তমানে ব্যাটারি পরিচালিত বাইকটির ৫,০০০ বুকিং জমে রয়েছে। আগামী ছয় মাসের মধ্যে সেই সব ক্রেতাদের হাতে ই-বাইকের চাবি তুলে দেওয়ার পরিকল্পনা করছে কোম্পানি।
Odysse Vader-এর ডেলিভারি শুরু হল
গত মাসে Odysse Vader যাবতীয় পরীক্ষায় উত্তীর্ণ পর iCAT-এর শংসাপত্র পেতেই ডেলিভারি চালু কররে দিয়েছে সংস্থা। জানিয়ে রাখি, ২০২৩ সালের মার্চ মাসে ১.৩০ লক্ষ টাকা (এক্স-শোরুম) মূল্যে লঞ্চ হয়েছিল এই বৈদ্যুতিক মোটরসাইকেলটি। ফুল চার্জে রেঞ্জ ১২৫ কিমি বলে দাবি করা হয়। Odyssey Vader-এর ডেলিভারি এ বছর আগস্ট থেকে শুরু হওয়ার কথা থাকলেও কেন্দ্রের ফেম সাবসিডি স্কিমে পরিবর্তন হওয়ার কারণে তা পিছাতে বাধ্য হয় কোম্পানি।
পরবর্তীতে ব্যাটারিচালিত মোটরসাইকেলটির দাম বাড়িয়ে ১.৬২ লক্ষ টাকা (এক্স-শোরুম) করা হয়। প্রতিপক্ষ হিসাবে রয়েছে – Oben Rorr, Hop Oxo, Revolt RV400 এবং Matter Aera। এই প্রসঙ্গে সংস্থার সিইও নেমিন ভোরা বলেন, “আমাদের পণ্যের প্রসঙ্গে বললে, উৎপাদন জারি রয়েছে। কিন্তু প্রথম দু’মাসে Vader-এর ৩০০ থেকে ৪০০ ইউনিট তৈরির পরিকল্পনা করেছি। আমাদের বর্তমানে পাঁচ হাজার বুকিং জমে রয়েছে, যা আগামী ছ’মাসের মধ্যে ডেলিভারি করার লক্ষ্যমাত্রা স্থির করা হয়েছে।”
ভোরা যোগ করেন, “ডেলিভারি শুরু হওয়ার পর থেকে প্রধানত দক্ষিণ ভারতের কেরল, কর্ণাটক এবং তামিলনাড়ু থেকে মডেলটির ব্যাপক চাহিদা আসতে দেখা যাচ্ছে।” প্রসঙ্গত, মহারাষ্ট্র, গুজরাত, রাজস্থান, মধ্যপ্রদেশ, কেরল, তামিলনাড়ু এবং কর্ণাটকে বর্তমানে ৬৮টি ডিলারশিপ রয়েছে ওডিসি ইভি-র। দেখতে গেলে, দক্ষিণ, পশ্চিম ও মধ্য ভারতে কোম্পানির কোম্পানির ডিলারশিপের সংখ্যা তুলনামূলক বেশি।
জানিয়ে রাখি, ওডিসি ইভি বর্তমানে উচ্চগতির একটি ইলেকট্রিক স্কুটারের উপর কাজ করছে। সামনের বছর এটি বাজারে আনা হতে পারে। ১২৫ সিসি পেট্রল স্কুটারের মতো ক্ষমতা হবে সেটির। সম্প্রতি উত্তর-পূর্ব এবং পূর্ব ভারতের বেশ কয়েকটি রাজ্যে ডিলারশিপ উদ্বোধন করেছে সংস্থা। যেগুলি হল – পশ্চিমবঙ্গ, ওডিশা, এবং আসাম। ২০২৫-এর মার্চের মধ্যে ৯০ থেকে আউটলেটের সংখ্যা বাড়িয়ে ১৫০ করার পরিকল্পনা করছে ওডিসি।