বাড়ির দোরগোড়ায় ডেলিভারি, ফ্লিপকার্টে অর্ডার করুন Odysse-র দুর্দান্ত ইলেকট্রিক বাইক-স্কুটার
হালফিলে মানুষ কেনাকাটার জন্য অফলাইনের চাইতেও অনলাইনকে বেশি প্রাধান্য দিচ্ছেন। যার অন্যতম কারণ, বাড়ি বসেই কেনাকাটার পাশাপাশি এতে হোম ডেলিভারির সুবিধা পাওয়া যায়। মোবাইল বা কম্পিউটার থেকে এক ক্লিকেই কিনে ফেলা যায় যে কোন পণ্য। ক্রেতাদের অনলাইনমুখী হয়ে উঠতে দেখে বিভিন্ন কোম্পানি নিজেদের পণ্য বিভিন্ন ই-কমার্স প্ল্যাটফর্মে লঞ্চ করছে। পিছিয়ে নেই ইভি ব্র্যান্ডগুলিও। ওডিসি ইলেকট্রিক ভেহিকেলস (Odysse Electric Vehicles) এবার ই-কমার্স জায়েন্ট ফ্লিপকার্ট (Flipkart)-এর সাথে হাত মেলানোর কথা ঘোষণা করল। বলাই বাহুল্য এবার থেকে ফ্লিপকার্টে সংস্থার সমস্ত ইলেকট্রিক টু-হুইলার কেনা যাবে। আবার অগ্রিম বুকিংও করা যাবে।
Odysse Electric অনলাইনে টু-হুইলার বিক্রির উদ্দেশ্যে Flipkart-এর সাথে হাত মেলালো
ফ্লিপকার্ট-এর বলিষ্ঠ ডেলিভারি নেটওয়ার্ক এবং কাস্টমার সাপোর্ট সার্ভিস-এর মাধ্যমে ক্রেতাদের নির্ঝঞ্ঝাটে ইলেকট্রিক টু-হুইলার কেনার সুবিধা দিতেই ওডিসি ইলেকট্রিকের এই পদক্ষেপ। অনলাইন মাধ্যমে ইলেকট্রিক মোটরসাইকেল এবং স্কুটার বিক্রির ক্ষেত্রে তারা বিভিন্ন লঞ্চ অফার নিয়ে আসবে বলে জানিয়েছে। যেমন – এক্সক্লুসিভ ডিল, ডিসকাউন্ট এবং হরেক ফাইন্যান্সিং স্কিম।
বর্তমানে ওডিসি-র লাইআপে রয়েছে Vader ও Evoqis ই-বাইক। Vader মডেলে ৭ ইঞ্চি অ্যান্ড্রয়েড ডিসপ্লে, আইওটি, চারটি ড্রাইভিং মোড, ১৮ লিটার স্টোরেজ, এবং গুগল ম্যাপ নেভিগেশন উপলব্ধ রয়েছে এতে। আবার সংস্থার উচ্চগতির ইলেকট্রিক স্কুটার Hawk Plus-এ উপস্থিত ক্রুজ কন্ট্রোল। ধীর গতির ই-স্কুটার হিসেবে রয়েছে – Racer Lite V2, E2Go Lite ইত্যাদি।
ফ্লিপকার্ট-এর সাথে গাঁটছড়া বন্ধনের প্রসঙ্গে ওডিসি ইলেকট্রিক ভেহিকেলস-এর সিও নেমিন ভোরা বলেন, “বর্তমানে টেকনোলজির দুনিয়ায় ই-কমার্স সংস্থাগুলি ক্রেতাদের কেনাকাটার জন্য বিশেষ মাধ্যম হয়ে উঠেছে। ফ্লিপকার্ট-এর সাথে আমাদের অংশীদারিত্ব আরও বেশি সংখ্যক ক্রেতার কাছে পৌঁছতে সাহায্য করবে। সহজেই তারা আমাদের অত্যাধুনিক এবং পরিবেশবান্ধব টু-হুইলারগুলি বেছে নিতে পারবেন।” এদিকে ফ্লিপকার্ট-এর সাথে ইতিমধ্যেই হাত মিলিয়ে ইলেকট্রিক স্কুটার ও মোটরসাইকেল বিক্রি করছে Matter, Okaya ও Bounce Infinity-র মত সংস্থাগুলি।