Okinawa: আগুন ধরে যাওয়ার আশঙ্কায় 3 হাজারের বেশি ইলেকট্রিক স্কুটার ফেরত নিচ্ছে ওকিনাওয়া
সম্প্রতি ভারতে ইলেকট্রিক স্কুটারে অগ্নিকান্ডের ঘটনায় যে সব সংস্থা কাঠগড়ায় দাঁড়িয়ে, তাদের মধ্যে অন্যতম ওকিনাওয়া (Okinawa)। বর্তমানে দেশের তৃতীয় বৃহত্তম বৈদ্যুতিক দু'চাকা গাড়ি প্রস্তুতকারী হলেও, ই-স্কুটারে আগুন ধরে যাওয়ার ফলে ভাবমূর্তি নষ্ট হচ্ছে ওকিনাওয়ার। তাই ব্যাটারিতে ত্রুটির আশঙ্কায় ৩,২১৫টি বৈদ্যুতিক স্কুটার সারাই করার জন্য বাজার থেকে তুলে নেওয়ার ঘোষণা করল সংস্থাটি।
ওই ই-স্কুটারগুলির প্রতিটি Okianawa Praise Pro মডেলের। তাৎপর্যপূর্ণ ঘটনা হল, এই প্রথম দেশের কোনও ইলেকট্রিক ভেহিকেল নির্মাতা রিকল অর্ডার জারি করার পথে হাঁটল। ভারতে এর আগে কখনও বৈদ্যুতিক গাড়ি ফিরিয়ে নেওয়ার ঘটনা দেখা যায়নি। প্রসঙ্গত, মার্চ থেকে ওকিনাওয়ার দু'টি ইলেকট্রিক স্কুটারে বিস্ফোরণের খবর সামনে এসেছে। প্রাণহানি হয়েছে দু'জনের।
সংস্থার তরফে জানানো হয়েছে, ব্যাটারির কোনও অংশ ক্ষতিগ্রস্ত বা লুজ কানেকশন আছে কিনা, তা পরীক্ষা করে দেখা হবে। প্রয়োজন পড়লে তা ওকিনাওয়ার ডিলারশিপে নিখরচায় সারিয়ে দেওয়া হবে। যাদের স্কুটারে সমস্যা আছে, তাদের সঙ্গে সংস্থা সরাসরি যোগাযোগ করবে। ত্রুটিযুক্ত ব্যাটারিতে যাতে বিস্ফোরণ না ঘটে, তা আগেভাগে রুখতেই এই পদক্ষেপ।
ওকিনাওয়া বলেছে, ডিলারদের সঙ্গে আমরা যোগাযোগ রেখে চলছি। যাতে গ্রাহকদের সুবিধামতো রিপেয়ারিংয়ের সময় ঠিক করা হয়। ঘটনাচক্রে, বুধবার নীতি আয়োগের সিইও অমিতাভ কান্ত বৈদ্যুতিক যানবাহন প্রস্তুতকারীদের উদ্দেশ্যে বলেছিলেন, আগুন লেগেছে এমন মডেলের স্কুটারকে ব্যাচ ধরে ফেরত নেওয়া হোক। সেই প্রেক্ষিতেই ওকিনাওয়ার এই পদক্ষেপ বলে মনে করা হচ্ছে।
গরম পড়তেই একের পর এক ইলেকট্রিক স্কুটারে আগুন ধরে যাওয়ার ঘটনায় উদ্বিগ্ন সাধারণ ক্রেতা থেকে প্রশাসন। কোথায় গাফিলতি তা খুঁজতে ইতিমধ্যেই ফরেন্সিক তদন্তের নির্দেশ দিয়েছে সরকার। ত্রুটি খুঁজে পেলে যে কড়া শাস্তি হবে, সে বার্তাও দিয়েছেন কেন্দ্রীয় সড়ক পরিবহন মন্ত্রী নিতিন গডকড়ী। ৩০ দিনের মধ্যে রিপোর্ট চেয়েছে কেন্দ্র৷ তার পরেই ব্যবস্থা নেওয়া হবে।