Ola Electric Bike: এক চার্জেই যাবে 350 কিমি, 15 আগস্ট ইলেকট্রিক বাইক আনছে ওলা
বর্তমানে ভারতের বৈদ্যুতিক দু’চাকার গাড়ির বাজারে ওলা ইলেকট্রিক (Ola Electric) একটি বড় নাম। S1 Pro ইলেকট্রিক স্কুটারের সাফল্য দেখে অনেকদিন আগেই সংস্থাটি ব্যাটারি চালিত বাইক আনার কথা জানিয়েছে। এবারে যার লঞ্চের দিনক্ষণ প্রকাশ্যে এলো। সূত্রের দাবি, আগামী ১৫ আগস্ট ভারতে লঞ্চ হবে ওলার ই-বাইক। স্বাধীনতা দিবসকে নতুন পণ্য লঞ্চের ক্ষেত্রে বরাবর বেছে নিয়েছে ওলা। এবারেও তার নড়চড় হবে না বলেই মনে করা হচ্ছে।
Ola Electric বাইক স্বাধীনতা দিবসে লঞ্চ হতে পারে
ইলেকট্রিক মোটরসাইকেলের সাথে ওলা তাদের S1 রেঞ্জের নতুন কালার অপশন লঞ্চ করতে পারে বলে আশা করা হচ্ছে। দীর্ঘদিন ধরে ওলার ইলেকট্রিক বাইক সম্পর্কে চর্চা তুঙ্গে রয়েছে। যাকে ঘিরে ক্রেতাদের উদ্দীপনার অন্ত নেই। তাই এটি বর্তমানে ভারতের সর্বাধিক আকাঙ্খিত বৈদ্যুতিক বাইক হিসেবে গণ্য করা যায়। মডেলটি নিয়ে ক্রেতাদের মধ্যে উচ্চাকাঙ্ক্ষা তৈরি হয়েছে। শোনা যাচ্ছে, ফুল চার্জে ৩০০-৩৫০ কিলোমিটার রেঞ্জ সরবরাহ করতে পারবে বাইকটি।
উক্ত রেঞ্জ সমর্থন করার জন্য এতে দেওয়া হতে পারে কমপক্ষে ৮ কিলোওয়াট আওয়ার ক্ষমতার ব্যাটারি প্যাক। যা Ola S1-এর (৩.৯৭ কিলোওয়াট আওয়ার) চাইতে দ্বিগুণ শক্তিশালী। আবার ব্যাটারির সাথে সামঞ্জস্য বজায় রেখে উচ্চ ক্ষমতার ইলেকট্রিক মোটর থাকবে। ক্ষমতার দিক থেকে এটি ১৫০ থেকে ১৮০ সিসি পেট্রল মোটরসাইকেলের সমতুল্য হতে পারে।
ওলার ব্যাটারি পরিচালিত বাইক ফিচার এবং টেকনোলজির দিক থেকেও যথেষ্ট উন্নত হবে। এত কিছু সুবিধা থাকার কারণে ওলা ইলেকট্রিকের আসন্ন বাইকের দাম ২.২৫ লক্ষ টাকার কাছাকাছি রাখা হতে পারে বলে অনুমান করা হচ্ছে। তবে প্রতিযোগিতামূলক দাম ধার্য করার ক্ষেত্রে ওলা যে বড় চ্যালেঞ্জের সম্মুখীন হবে, তা আর বলার অপেক্ষা রাখে।