এবার ইলেকট্রিক মোটরসাইকেল লঞ্চ করবে Ola, তার আগে ই-স্কুটারের দামে পরিবর্তন

By :  SUMAN
Update: 2023-05-27 14:49 GMT

ভারতের বৃহত্তম ই-স্কুটার নির্মাতা ওলা ইলেকট্রিক (Ola Electric) তাদের S1 সিরিজের বৈদ্যুতিক স্কুটারের দাম ১২,০০০ টাকা পর্যন্ত বৃদ্ধির কথা ঘোষণা করল। একে তো জুন থেকে কেন্দ্রের ফেম-২ প্রকল্পে ভর্তুকি কমানোর চাপ, উপরন্তু ক্রেতাদের ওপর নতুনভাবে মূল্য বৃদ্ধির কোপ এসে পড়ল। সামনের মাস থেকে দেশের সমস্ত বৈদ্যুতিক দু'চাকার গাড়ির এক্স-ফ্যাক্টরি মূল্যের উপর ভর্তুকি ৪০ শতাংশ থেকে কমিয়ে ১৫ শতাংশ করতে চলেছে ভারী শিল্প মন্ত্রক।

Ola Electric ১২,০০০ টাকা মূল্যবৃদ্ধির কথা ঘোষণা করল

ওলার সিএফও জিআর অরুন কুমার বলেন, ইলেকট্রিক ভেহিকেলের বাজার উন্নতির চরম পর্যায়ে উপনীত হয়েছে। ক্রেতারা জীবাশ্ম জ্বালানির যানবাহনের পরিবর্তে বৈদ্যুতিক মডেল বেছে নিচ্ছেন। তিনি যোগ করেন, সাবসিডি কমানোর সিদ্ধান্ত সঠিক। ধীরে ধীরে সেটি তুলে দেওয়া খুবই স্বাভাবিক। তাঁর মতে, এখন সম্পূর্ণ দায়িত্ব এসে বর্তিয়েছে নির্মাতাদের ওপর।

কুমার এও জানান, ওলা ইলেকট্রিক তিনটি নতুন মডেলের উপর কাজ করছে। যার মধ্যে একটি হল মিড মার্কেট রেঞ্জ ই-স্কুটার S1 Air। জুনের শেষ থেকে এটির ডেলিভারি শুরু হবে বলে জানানো হয়েছে। এখনও পর্যন্ত স্কুটারটি এক লাখের বেশি আগাম বুকিং পেয়েছে।

কুমারের সংযোজন, ২০২৪-এ ওলা তাদের প্রথম বৈদ্যুতিক মোটরসাইকেল লঞ্চ করবে। কেন্দ্রীয় সরকারের ফেম প্রকল্প প্রসঙ্গে জিজ্ঞেস করা হলে তিনি বলেন, ওলা ইলেকট্রিকের ইভি ইকোসিস্টেম একটি লাভজনক ব্যবসায়িক মডেলের উপর গড়ে উঠেছে। যা আর ভর্তুকির ওপর নির্ভরশীল নয়। তিনি এও জানান, যদি ফেম-৩ প্রকল্প নাও থাকে, আমাদের সংস্থা ভালোই ব্যবসা করবে।

Tags:    

Similar News