15 মিনিটের চার্জে স্কুটার যাবে 50 কিমি, বালিগঞ্জ সহ পঞ্চাশটি জায়গায় হাইপারচার্জার বসাল Ola
ভারতে বৈদ্যুতিক যানবাহনের বিক্রি প্রথাগত জ্বালানিকে তখনই তখনই ছাপিয়ে যাবে, যখন পর্যাপ্ত হারে চার্জিং স্টেশন গড়ে উঠবে। আর তাই বিভিন্ন সরকারি ও বেসরকারি উদ্যোগে দেশের বিভিন্ন প্রান্তে বৈদ্যুতিক গাড়ির চার্জিং স্টেশন গড়ে তোলার কাজ চলছে। ঠিক তেমনই এদেশের প্রসিদ্ধ ইলেকট্রিক স্কুটার কোম্পানি ওলা ইলেকট্রিক (Ola Electric)-ও সে পথের পথিক। পুজোর আগে সংস্থাটি ঘোষণা করেছিল যে দিওয়ালির মধ্যে তারা সারা ভারতে ৫০টি প্রধান শহরে ১০০টি হাইপারচার্জার বসাবে। এদিকে উৎসবের পর্ব সদ্য শেষ হয়েছে। বেঙ্গালুরুর সংস্থাটির এক্ষেত্রে তার প্রতিশ্রুতি কতটা পূরণ করতে পারলো দেখে নেওয়া যাক।
ওলার অফিসিয়াল ওয়েবসাইটে দেশের কোন কোন শহরে হাইপারচারজার নির্মাণ করা হয়েছে, তার একটি মানচিত্র প্রকাশ করা হয়েছে। সবকটি গুণতি করে দেখা গেছে, তাদের বর্তমানে মোট হাইপারচার্জারের সংখ্যা পঞ্চাশ স্পর্শ করেছে। এগুলি মোট ১৩টি রাজ্য এবং ৩টি কেন্দ্রশাসিত অঞ্চলে গড়ে তোলা হয়েছে। হায়দ্রাবাদে হাইপার চার্জারের সংখ্যা সবচেয়ে বেশি – ৫টি। যেখানে ওলার জন্মস্থান বেঙ্গালুরুতে রয়েছে দুটি হাইপারচার্জার।
এদিকে কলকাতায় বালিগঞ্জের বিপিসিএল-এর পাম্পে ওলার হাইপারচার্জার ইন্সটল করা হয়েছে। ওলা তাদের হাইপারচার্জারগুলি কোথায় বসিয়েছে ম্যাপে তার লোকেশনও দেখানো হয়েছে। আশা করা হচ্ছে দেশে এর সংখ্যা দ্রুত বৃদ্ধি পাবে। কোম্পানিটি গত বছর ডিসেম্বরে জানিয়েছিল যে ২০২২-এর মধ্যে তারা সমগ্র ভারতে ৪,০০০-এর বেশি চার্জিং স্টেশন গড়ে তুলবে। বর্তমানে সে পথেই এগোচ্ছে সংস্থা।
উল্লেখ্য, দীপাবলি উপলক্ষ্যে MoveOS 3 রোলআউটের মাধ্যমে ফাস্ট-চার্জিং অপশন চালু করেছে ওলা। এর ফলে মাত্র ১৮ মিনিটের চার্জে স্কুটারের ব্যাটারি ৫০ কিলোমিটার পথ চলার শক্তি পাবে। এদিকে অনলাইনে দীর্ঘদিন রমরমা ব্যবসা চালানোর পর সম্প্রতি অফলাইন মোডে জোর দিয়েছে ওলা। কিছুদিন আগেই দিল্লিতে তাদের প্রথম এক্সপেরিয়েন্স সেন্টার বা ডিলারশিপ গড়ে তুলেছে। ২০২৩-এর মার্চের মধ্যে তারা এরকম ২০০টি সেন্টার খোলার লক্ষ্যমাত্রা গ্রহণ করেছে।