24 ঘন্টার মধ্যে বিক্রি হল 10,000টি, Ola S1 প্রথম দিনেই বাজার কাঁপাল, এক চার্জে 141 কিমি যায়

By :  SUMAN
Update: 2022-09-02 07:59 GMT

আগস্টে নিজেদের সবচেয়ে সস্তা ইলেকট্রিক স্কুটার S1 রি-লঞ্চের পর গতকাল প্রথম পার্চেস উইন্ডো খুলেছিল ওলা (Ola)। আর প্রথম দিনেই কার্যত রেকর্ড গড়ল সংস্থা। ২৪ ঘন্টার মধ্যে ১০,০০০টি Ola S1 বিক্রি হল। যা দেখে তাজ্জব সংস্থার কর্মকর্তারা। খবরটি টুইট মারফত ওলার কর্ণধার ভাবিশ আগরওয়াল (Bhavish Aggarwal) সর্বসমক্ষে এনেছেন। ৭ সেপ্টেম্বর থেকে সমগ্র ভারতে ওলা তাদের এই এন্ট্রি-লেভেল ই-স্কুটারটির ডেলিভারির প্রতিশ্রুতি দিয়েছে। আবার আজ সাধারণ গ্রাহকদের জন্য রাত ১২টা পর্যন্ত Ola S1 বৈদ্যুতিক স্কুটার কেনার উইন্ডো খোলা থাকবে। ওলার অ্যাপ এবং ওয়েবসাইট থেকে বুক করতে পারবেন গ্রাহকরা।

উল্লেখ্য, ২০২১-এর ১৫ আগস্ট ওলা তাদের একজোড়া ইলেকট্রিক স্কুটার লঞ্চ করেছিল – Ola S1 ও S1 Pro। যদিও পরবর্তীতে আরও দামী ও উন্নত S1 Pro-এর বিপুল চাহিদা দেখে সংস্থাটি বেস ভ্যারিয়েন্ট বিক্রি বিন্ধের সিদ্ধান্ত নেয়। তবে গ্রাহকদের হাতে তুলনামূলক কম দামের পরিবেশ বান্ধব স্কুটার তুলে দিতে এক বছর পর S1 মডেলটি পুনরায় লঞ্চ করেছে ওলা। সংস্থার দাবি ৯৯,৯৯৯ টাকা দামের মধ্যে S1 হল বাজারের অত্যাধুনিক স্কুটারগুলির মধ্যে একটি। যা ৩ কিলোওয়াট আওয়ার লিথিয়াম আয়ন ব্যাটারি প্যাক সহ এসেছে। এটি এক চার্জে ১৪১ কিমি চলতে পারবে বলে দাবি সংস্থার।

আবার মোড বিশেষে রেঞ্জের ফারাক রয়েছে। যেমন বাস্তবিক পরিস্থিতিতে নর্মাল মোডে স্কুটারটি ১০১ কিলোমিটার দৌড়াতে পারবে। অন্য দিকে ইকো এবং স্পোর্ট মোডে রেঞ্জ মিলবে যথাক্রমে ১২৮ কিমি ও ৯০ কিমি। ওলার দাবি তাদের S1 ঘন্টায় সর্বোচ্চ ৯৫ কিলোমিটার গতিবেগ তুলতে সক্ষম। MoveOS 2.0 সফটওয়্যার দ্বারা ড্যাশবোর্ড পরিচালিত হওয়ার কারণে মিউজিক প্লে ব্যাক, নেভিগেশন, কম্পানিয়ন অ্যাপ এবং রিভার্স মোডের মত ফিচারগুলির পূর্ণ সুবিধা পাবেন ব্যবহারকারীরা।

Ola S1 পোর্সেলিন হোয়াইট, জেট ব্ল্যাক, নিও মিন্ট, কোরাল গ্লাম এবং লিকুইড সিলভার কালার অপশনে বেছে নেওয়া যায়। ৯৯,৯৯৯ টাকা দামের স্কুটারটি ইএমআই-তে কিনলে নূন্যতম মাসিক কিস্তির পরিমাণ পড়বে ২,৯৯৯ টাকা। ওলা দিওয়ালির মধ্যেই তাদের দুটি স্কুটারই MoveOS 3.0 সফটওয়্যারে আপডেট করার প্রতিশ্রুতি দিয়েছে। সম্প্রতি ওলার কর্ণধার ভাবিশ আগরওয়াল তাদের চার্জিং নেটওয়ার্ক সম্প্রসারণের বার্তা দিয়েছেন। আগামী কয়েক সপ্তাহের মধ্যেই দেশের ৫০টি শহরে ১০০-র বেশি হাইপারচার্জার বসানো হবে বলে জানিয়েছেন তিনি।

Tags:    

Similar News