15 মিনিটের চার্জে চলবে 50 কিমি, ই-স্কুটারের জন্য 100টি হাইপারচার্জার গড়ে তুলবে Ola
ব্যাটারি পরিচালিত স্কুটারের সম্ভার বাড়ানোর সাথে সাথে বর্তমানে দেশের বৃহত্তম বৈদ্যুতিক টু-হুইলার সংস্থা ওলা ইলেকট্রিক (Ola Electric) এদেশে হাইপারচার্জার নেটওয়ার্ক বাড়ানোর কাজ করে চলেছে। এবারে তারা বেঙ্গালুরুর আরও ৫০টি জায়গায় ১০০টি এমন ফাস্ট চার্জার বসানোর পরিকল্পনার কথা সোশ্যাল মিডিয়াতে ঘোষণা করল। শহরাঞ্চলের যে কোনো প্রান্ত থেকে ১৫ মিনিটের মধ্যে চার্জিং স্টেশনের হদিশ মিলবে বলে প্রতিশ্রুতি দিয়েছে তারা। এতে Ola S1 স্কুটারের ক্রেতাদের রেঞ্জ নিয়ে দুশ্চিন্তা দূর হবে বলেও দাবি করেছে ওলা।
Ola বেঙ্গালুরুতে ১০০টি হাইপারচার্জার বসাবে
উল্লেখ্য, বর্তমানে Ola S1 ও S1 Pro-এর ক্রেতারা ওলার হাইপারচার্জিং স্টেশন থেকে সম্পূর্ণ বিনামূল্যে পরিষেবা পেয়ে থাকে। এদিকে কর্ণাটকের রাজধানীতে এই ১০০টি হাইপারচার্জার বসানোর কাজ শেষ করার সময়সূচী সম্পর্কে কোন বার্তা দেওয়া হয়নি। বর্তমানে যে দ্রুত গতিতে ওলা তাদের হাইপারচার্জার বসানোর কাজ চালাচ্ছে, তাতে করে আগামী কয়েক সপ্তাহের মধ্যেই এই কাজ সম্পূর্ণ হয়ে যাবে বলে আশা করা যায়। আবার ওলার সদর দপ্তর বেঙ্গালুরুতে অবস্থিত হওয়ার কারণে, সেখানে এই কাজ যত শীঘ্র সম্ভব সম্পন্ন করা হতে পারে।
Ola-র হাইপার চার্জার থেকে কেমন পরিষেবা মেলে
ওলার হাইপারচার্জার স্টেশন থেকে ডিসি ফাস্ট চার্জিংয়ের মাধ্যমে ১৫ মিনিটে ৫০ কিলোমিটার পথ চলার শক্তি পেয়ে যায় স্কুটারগুলি। এই সময়ের মধ্যে ব্যাটারির প্রায় ৭০ শতাংশ চার্জ হয়ে যায়। আবার গত বছর লঞ্চ হওয়া MoveOS 3-এর মাধ্যমে নিকটবর্তী হাইপার চার্জারের অবস্থান সম্পর্কে এস১ ইলেকট্রিক স্কুটারের ডিজিটাল কনসোল থেকে অবগত হন ব্যবহারকারী। আবার ওলার অ্যাপ থেকেও ফোনে চার্জিং স্টেটাসের রিয়েল টাইম আপডেট মেলে।
প্রসঙ্গত, বর্তমানে সমগ্র ভারতে দু'লক্ষের বেশি গ্রাহক রয়েছে ওলার। তাই উপভোক্তাদের জন্য ওলার একটি বলিষ্ঠ চার্জিং নেটওয়ার্ক খাড়া করা খুবই প্রয়োজন। হাইপারচার্জার থেকে কেবলমাত্র S1 ও S1 Pro-এর ক্রেতারা পরিষেবা পেয়ে থাকেন। S1 Air-এর গ্রাহকরা শুধু এসি চার্জিংয়ের সার্ভিস পান। হাইপার চার্জার নেটওয়ার্ক থেকে পরিষেবা পাওয়া ছাড়াও S1 ও S1 Pro-এর গ্রাহকরা স্কুটারের সাথে একটি ৭৫০ ওয়াট পোর্টেবল চার্জার পেয়ে থাকে। যেখানে S1 Air-এ দেওয়া হয়েছে একটি ৫০০ ওয়াট পোর্টেবল চার্জার। দুটোই স্লো চার্জিং সাপোর্ট করে।