Honda Activa-র থেকেও সস্তায় ইলেকট্রিক স্কুটার, সবার ঘুম ছুটিয়ে দিওয়ালিতে বড় ঘোষণা করবে Ola

By :  SUMAN
Update: 2022-10-10 08:19 GMT

বর্তমানে লাইম লাইটে থাকা ভারতের বৈদ্যুতিক টু-হুইলার সংস্থা ওলা ইলেকট্রিক (Ola Electric) একের পর এক ঘোষণা দিয়ে গ্রাহকদের আবিষ্ট করে রেখেছে। কখনও স্কুটারের প্রসঙ্গে বা কখনও ইলেকট্রিক গাড়ির বিষয়ে – নিত্যনতুন পদক্ষেপ নিতে ওলার কোনো জুড়ি নেই। তেমনই এবারে ফের এক নয়া ঘোষণা এলো সংস্থার তরফে। দিওয়ালি উপলক্ষে ২২ অক্টোবর ওলার ইভেন্টে নতুন প্রোডাক্ট লঞ্চের কথা জানালেন সংস্থার কর্ণধার ভাবিশ আগরওয়াল (Bhavish Aggarwal)। ওইদিন সংস্থাটি বড় ঘোষণা করতে চলেছে বলে জানিয়েছেন তিনি।

টুইটারে ভাবিশ লিখেছেন, “২২ অক্টোবরে আমাদের দিওয়ালির ইভেন্ট। ওইদিন বড় ঘোষণা আসতে চলেছে ওলার তরফে। শীঘ্রই আপনাদের সঙ্গে দেখা হচ্ছে।” সূত্রের খবর S1-এর পর সংস্থাটি এবারে আরও সস্তার একটি ব্যাটারি ভিত্তিক স্কুটার আনতে চলেছে। উল্লিখিত দিনে সম্ভবত সেই সম্পর্কেই নিশ্চিত বার্তা আসবে ওলার তরফে। যদিও এই প্রথম নয়, তাদের আসন্ন নতুন স্কুটারের প্রসঙ্গে এর আগেও আভাস দিয়েছিলেন ভাবিশ। এর আগে টুইট বার্তায় জানিয়েছিলেন, “সামনের মাসে আমাদের লঞ্চ ইভেন্টে আরও বড় কিছুর পরিকল্পনা করছি।”

ওয়াকিবহাল মহলের মতে ‘বড় কিছু’ বলতে কমদামি স্কুটার। এমনকি মনে করা হচ্ছে, ওলার নয়া স্কুটারের দাম ৮০,০০০ টাকার কম রাখা হতে পারে। সেটি সত্যি হলে ইলেকট্রিক স্কুটারের দুনিয়ায় বাস্তবেই যে আলোড়ন আসতে চলেছে তা বেশ আন্দাজ করা যাচ্ছে। এ বছর স্বাধীনতা দিবসের দিন লঞ্চ হওয়া Ola S1-এর দাম ৯৯,৯৯৯ টাকা ধার্য করা হয়েছিল। যার দাম সংস্থার ফ্ল্যাগশিপ মডেল Ola S1 Pro-এর চেয়ে কম। তবে আপকামিং মডেলটি দামের দিক থেকে নজির সৃষ্টি করতে চলেছে।

আসন্ন মডেলটির ব্যাটারি S1-এ থাকা ৩ কিলোওয়াট আওয়ারের তুলনিয় ছোট হতে পারে। ফলে রেঞ্জও কম হবে। অন্যদিকে, স্কুটারে ব্যবহৃত সফটওয়্যারের আপডেট ভার্সন MoveOS 3.0 সম্পর্কেও ঘোষণা আসতে পারে ওইদিন। বর্তমানে Ola S1 ও S1 Pro স্কুটার দুটি ১০,০০০ টাকার ডিসকাউন্টে কেনা যাচ্ছে। সাথে রয়েছে আরও একাধিক আর্থিক সুবিধা। আবার দশেরাতে স্কুটারের বিক্রি ১০ গুণ বৃদ্ধি পেয়েছে বলে ঘোষণা করেছিল ওলা।

Tags:    

Similar News