মধ্যবিত্তের আশায় জল ঢেলে Ola Electric তাদের সবচেয়ে সস্তা স্কুটার বিক্রি বন্ধ করল
Ola এ বছর তাদের S1 Air ও S1 ইলেকট্রিক স্কুটারের একঝাঁক নতুন ব্যাটারি ভ্যারিয়েন্ট লঞ্চ করেছিল। তবে সরকার ভর্তুকি কাঁটছাট করতেই আচমকাই বেঙ্গালুরুর সংস্থাটি তাদের সবচেয়ে সস্তা তথা এন্ট্রি-লেভেল মডেল Ola S1 বৈদ্যুতিক স্কুটারের ২ কিলোওয়াট আওয়ার ব্যাটারি ভ্যারিয়েন্টের বিক্রি বন্ধের পথে হাঁটলো। যার কারণে স্কুটারটি এবার থেকে কেবলমাত্র ৩ কিলোওয়াট আওয়ার ব্যাটারি প্যাক অপশনে বিক্রি করা হবে। ফলে ওলার দু'চাকার ব্যাটারি গাড়ি কম দামে কেনার পরিকল্পনা কিছুটা ধাক্কা খেল বলেই মন্তব্য করা যায়।
Ola S1 Air ও S1 এর 2kWh ব্যাটারি প্যাক বন্ধ হল
Ola S1 এর বর্তমান বাজার মূল্য দাঁড়াল ১.১০ লক্ষ টাকা (এক্স-শোরুম)। কেন্দ্র ভর্তুকি কমানোর আগে মডেলটির দাম ৮৪,৯৯৯ টাকা (এক্স-শোরুম) থেকে শুরু হয়েছিল। আবার একইভাবে ওলা তাদের S1-এর ২ কিলোওয়াট আওয়ার ব্যাটারি ভার্সন বন্ধ করেছে। আসলে ৩ কিলোওয়াট আওয়ার মডেলের চাহিদা বেশি থাকার কারণেই সংস্থার এমন সিদ্ধান্ত।
ওলার তরফে জানানো হয়েছে, যে সকল গ্রাহক বিক্রি বন্ধ হয়ে যাওয়া মডেল বুকিং করেছিলেন, তাদের ৩ কিলোওয়াট আওয়ার ভ্যারিয়েন্টটি ডেলিভারি দেওয়া হবে। ক্রেতারা চাইলে নিজেদের বুকিং সম্পূর্ণ ক্যানসেল করে, অর্থ রিফান্ডের দাবি জানাতে পারবেন। এখন থেকে ওলা এস১ এয়ার এবং এস১ কেবলমাত্র ৩ কিলোওয়াট আওয়ার ব্যাটারি প্যাক সহ বেছে নেওয়া যাবে। যেখানে S1 Pro ভার্সন ৪ কিলোওয়াট আওয়ার ব্যাটারি প্যাকে উপলব্ধ।
তিনটি স্কুটারের দাম পড়বে যথাক্রমে ১.১০ লাখ টাকা, ১.৩০ লাখ টাকা এবং ১.৪০ লাখ টাকা। প্রতিটি মূল্য ১ জুন থেকে সংশোধিত ফেম-২ ভর্তুকি ধরে এক্স-শোরুম প্রাইস অনুযায়ী। এদেশে ওলার প্রতিপক্ষ সংস্থা হিসেবে রয়েছে Ather Energy, TVS, Bajaj, Vida, Okinawa ইত্যাদি। আশা করা হচ্ছে, জুলাই থেকে ওলা তাদের S1 Air-এর ডেলিভারি দেওয়া শুরু করবে।