Ola S1 Pro: স্কুটারের সামনে প্ল্যাকার্ড, সেখানে লেখা 'ভুলেও কিনবেন না', কী কারণে ক্ষোভ?
২০২১-এ ভারতের ইলেকট্রিক টু-হুইলারের বাজারে প্রথম পা রেখেছিল ওলা ইলেকট্রিক (Ola Electric)। সে বছর ১৫ আগস্ট অর্থাৎ স্বাধীনতা দিবসের দিন S1 ও S1 Pro ই-স্কুটার জোড়া লঞ্চ করেছিল তারা। ডিসেম্বর থেকে ডেলিভারি আরম্ভ করা হয়। কিন্তু চাবি হাতে পাওয়ার পর থেকে বহু গ্রাহক বিভিন্ন সময়ে স্কুটারের গুণগত মান নিয়ে প্রশ্ন তুলতে শুরু করেন। কখনো সাসপেনশন নিয়ে বা কখনো স্কুটারের কমজোরি স্ট্যান্ড সম্পর্কে ক্ষোভ উগরে দিতে দেখা যায়। এবারও তেমনি অভিযোগ তুলে ওলার বিরুদ্ধে সোচ্চার হলেম এক ব্যক্তি।
প্ল্যাকার্ড লাগিয়ে Ola-র ইলেকট্রিক স্কুটার কিনতে বারণ করছেন এক ব্যক্তি
মধ্যপ্রদেশের সাগরের এক বাসিন্দাকে সম্প্রতি তার Ola S1 Pro স্কুটারের সামনে প্ল্যাকার্ড লাগিয়ে ঘুরতে দেখা যায়। যেখানে তিনি বড় বড় হরফে লিখে স্কুটারটি কিনতে পরিষ্কার বারণ করেছেন। সেখানে হিন্দিতে লেখা “লে মত লেনা”। তাঁর এই লেখার বাংলা “তর্জমা” করলে দাঁড়ায় “কিনবেন না”। কিন্তু স্কুটারটির প্রতি তাঁর এই ক্ষোভের কারণ কী?
সূত্রের খবর, ওই ব্যক্তি তার ওলা এসওয়ান স্কুটারের শক অ্যাবসর্বার থেকে বিকট শব্দ নির্গত হওয়ায় সেটি ওলার সার্ভিস সেন্টারে নিয়ে যান। কিন্তু সেখানেও সমস্যার না মেটার কারণে বিরক্ত ওই ব্যক্তি। কার্যত স্কুটারের সমস্যার সমাধান না হওয়ায় একপ্রকার বিরক্ত হয়েই ওলার এই ই-স্কুটার না কেনার পরামর্শ দিয়েছেন তিনি।
এদিকে প্রথম থেকেই ওলার ব্যাটারি চালিত স্কুটারের গুণগত মানের নিয়ে অভিযোগের আঙুল তুলেছেন অসংখ্য গ্রাহক। এর আগে ছবি সহ সোশ্যাল মিডিয়াতে পোস্ট করে এক ব্যক্তি তাঁর স্কুটারের সামনের সাসপেনশন ভেঙে চাকা বেরিয়ে আসার মতো অঘটনের কথা জানিয়েছিলেন। এমনকি সাসপেনশনের সমস্যার জন্য মর্মান্তিক অবস্থায় হাসপাতালে ভর্তি হওয়ার মতো ঘটনার কথাও সামনে এসেছিল। আবার এর আগে মহারাষ্ট্রের এক ব্যক্তি স্কুটার ডেলিভারি পাওয়ার কিছুদিনের মধ্যেই সেটি বিকল হয়ে যাওয়ায়, গাধার সঙ্গে বেঁধে ঘুরিয়েছিলেন।