Ola Electric Bike: এক চার্জে 174 কিমি, সস্তায় ইলেকট্রিক বাইক আনছে ওলা, দাম-ফিচার ফাঁস

By :  SUMAN
Update: 2023-02-06 12:27 GMT

ইলেকট্রিক স্কুটারে পাহাড়-প্রমাণ সাফল্যের পর এবারে বৈদ্যুতিক বাইকের দুনিয়ায় পদার্পণ করতে চলেছে ওলা ইলেকট্রিক (Ola Electric)। শীঘ্রই সেগুলি দেশের বাজারে লঞ্চ করা হবে। সূত্রের দাবি, ওলা একসাথে তিন তিনটি ইলেকট্রিক বাইক বাজারে আনতে চলেছে। স্পেসিফিকেশন এবং ভ্যারিয়েন্টের দিক থেকে এগুলি একে অপরের থেকে আলাদা হবে। সেগুলির নানও প্রকাশ্যে এসেছে – ‘আউট অফ দ্য ওয়ার্ল্ড’, ‘ওলা পারফরম্যাক্স’ এবং ‘ওলা রেঞ্জার’। এদের মধ্যে আউট অফ দ্য ওয়ার্ল্ড সর্বাধিক শক্তিশালী। এবার তাহলে প্রতিটি মডেলের রেঞ্জ, দাম, এবং টপ স্পিড দেখে নেওয়া যাক।

Ola Out of the World

আউট অফ দ্য ওয়ার্ল্ড – তিনটি মডেলের মধ্যে সর্বাধিক প্রিমিয়াম হবে। সেজন্য এর রেঞ্জও হবে বেশি, আবার এর ঘন্টায় সর্বোচ্চ গতিবেগ ১১০ কিমি। সিঙ্গেল চার্জে এটি ১৭৪ কিলোমিটার পথ চলতে পারবে। কেবলমাত্র একটি ভ্যারিয়েন্টে আসতে চলা Ola Out of the World-এর মূল্য ১,৫০,০০০ টাকার কাছাকাছি রাখা হতে পারে। সুরক্ষা জনিত ফিচারের মধ্যে এতে অ্যাডভান্সড ড্রাইভার অ্যাসিস্ট্যান্স সিস্টেম বা এডিএএস উপলব্ধ থাকবে।

Ola Performax

ওলা পারফরম্যাক্স হচ্ছে একটি মাঝারি রেঞ্জের মডেল। যার তিনটি ভ্যারিয়েন্ট উপলব্ধ হবে। এন্ট্রি লেভেল মডেলটি ৯১ কিমি রেঞ্জ এবং ৯৩ কিমি/ঘন্টার সর্বোচ্চ গতিবেগ অফার করবে। এর দাম হতে পারে ১,০৫,০০০ টাকা। দ্বিতীয় ভ্যারিয়েন্টটি থেকে ১৩৩ কিমি রেঞ্জ এবং ৯৫ কিমি প্রতি ঘন্টার সর্বোচ্চ গতিবেগ মিলবে। এর মূল্য ১,১৫,০০০ টাকা ধার্য করা হতে পারে। আবার প্রিমিয়াম ভ্যারিয়েন্টটির দাম পড়তে পারে ১,২৫,০০০ টাকা। এটি সম্পূর্ণ চার্জে ১৭৪ কিমি রেঞ্জ এবং সর্বোচ্চ গতিবেগ ৯৫ কিমি/ঘন্টা অফার করবে। জল্পনা চলছে Ola Performax-এ সেগমেন্টের সেরা ফিচার দেওয়া হতে পারে।

Ola Ranger

সর্বশেষ মডেলটি হল ওলা রেঞ্জার। এর দাম ৮৫,০০০ টাকা থেকে শুরু করে ১,০৫,০০০ টাকার মধ্যে রাখা হতে পারে। ইলেকট্রিক বাইকটি সেগমেন্ট ফার্স্ট ফিচার এবং কার্যকরী পারফরম্যান্স সমেত হাজির হবে। মডেলটি তিনটি ভ্যারিয়েন্টে বেছে নেওয়া যাবে। বেস মডেলটির রেঞ্জ ৮০ কিমি ও টপ স্পিড ৯১ কিমি হবে। ১১৭ কিলোমিটার রেঞ্জ এবং ৯১ কিমি প্রতি ঘন্টা সর্বোচ্চ গতিবেগ যুক্ত মাঝারি ভ্যারিয়েন্টটির দাম ৯৫ হাজার টাকা রাখা হতে পারে। যেখানে প্রিমিয়াম মডেলটি থেকে ১৫৩ কিমি রেঞ্জ এবং ৯১ কিমি/ঘন্টার সর্বোচ্চ গতিবেগ পাওয়া যাবে।

প্রসঙ্গত, ওলা তাদের এই ব্যাটারি চালিত বাইকের ফিচার বা লঞ্চের সময়কাল সম্পর্কে এখনও পর্যন্ত একটিও বাক্য ব্যয় করেনি। ফলে উক্ত তথ্যগুলি নির্ভুল কিনা তা সময়ই বলবে। এই প্রসঙ্গে বলে রাখি, আগামী ৯ ফেব্রুয়ারি একটি ইভেন্ট রেখেছে ওলা। সেখানে তাদের সবচেয়ে সস্তা ই-স্কুটার Ola S1 কেনার উইন্ডো খোলার ঘোষণা হতে পারে। আবার জল্পনা শোনা যাচ্ছে, সে দিন সংস্থার আপকামিং ইলেকট্রিক বাইকের ডিজাইন প্রকাশ্যে আনা হতে পারে।

Tags:    

Similar News