দেশকে দূষণমুক্ত করতে এগিয়ে এল Reliance, কালো ধোঁয়ার বদলে জল বেরোবে এমন বাস নিয়ে হাজির

By :  techgup
Update: 2023-03-18 10:45 GMT

আগামী দিনে বাড়তে থাকা পরিবেশ দূষণকে কব্জা করতে নানা ধরনের আগাম ব্যবস্থা নিয়েছে ভারতবর্ষ সহ নানা দেশের রাষ্ট্রনায়করা। একদিকে যেমন বিকল্প শক্তি হিসেবে ব্যাটারিচালিত গাড়ি-ঘোড়ার সংখ্যা বাড়ানো হচ্ছে তেমনই পেট্রোল-ডিজেলের পরিবর্তে জ্বালানি হিসেবে উঠে আসছে ইথানল কিংবা হাইড্রোজেনের নাম। আগামী দেড়-দুই বছরের মধ্যেই ২০% ইথানল মিশ্রিত পেট্রোল (E20) চালু হচ্ছে এই দেশে। তারই মধ্যে এবার সম্পূর্ণ কার্বন মুক্ত ভাবে হাইড্রোজেন দ্বারা চালিত ইলেকট্রিক বাস রাস্তায় নামাতে চলেছে Olectra Greentech Limited।দেশের অন্যতম বড় শিল্পগোষ্ঠী রিলায়েন্সের প্রযুক্তিগত সহযোগিতায় ভারতের রাস্তায় চালাবে Olectra Greentech Limited।

Olectra-Reliance Hydrogen Bus

এই হাইড্রোজেন বাস প্রকৃতপক্ষে একটি সম্পূর্ণ কার্বন মুক্ত পরিবর্তন পরিবহন ব্যবস্থা। বর্তমানে প্রাকৃতিক শক্তি উৎসের ক্রমশ হ্রাস পাওয়ার ঘটনা এবং পরিবেশ দূষণের মাত্রাতিরিক্ত বারবাড়ন্তের ফলেই সমগ্র ভারতবর্ষ জুড়েই বিভিন্ন শহরে এই জাতীয় হাইড্রোজেন পরিচালিত ইলেকট্রিক বাস রাস্তায় নামানো হবে। আগামী ২০৭০ সালের মধ্যে শূন্য কার্বন নিঃসরণের যে অঙ্গীকার করেছে ভারতীয় সরকার সেই লক্ষ্যকে পূরণ করতে যথেষ্ট সাহায্য করবে এই জাতীয় উদ্যোগ। সংস্থার তরফে এক বিবৃতি দিয়ে জানানো হয়েছে যে আমাদের দেশকে পরিবেশ দূষণের হাত থেকে বাঁচিয়ে পরিবেশবান্ধব ব্যবস্থা গড়ে তোলাই অন্যতম প্রধান উদ্দেশ্য তাদের।

হাইড্রোজেন বাসের সিট ক্যাপাসিটি

Olectra এর এই হাইড্রোজেন বাসটিতে রয়েছে ১২ মিটার লম্বা মেঝে যা ড্রাইভার সিট সহ ৩২-৪৯ জনের বসার ব্যবস্থা করার উপযুক্ত। প্রতিবার সম্পূর্ণ হাইড্রোজেন দ্বারা পূর্ণ অবস্থায় এই বাসটি প্রায় ৪০০ কিমি পর্যন্ত চলতে পারবে অর্থাৎ দিল্লি থেকে সিমলা পর্যন্ত ছুটতে পারবে এটি। নির্মাতার কথায়, "এই দূরত্ব যাওয়ার জন্য প্রয়োজনীয় হাইড্রোজেন ভর্তি করতে সময় লাগবে মাত্র ১৫ মিনিট"।

তবে সবচেয়ে আশ্চর্যের বিষয় হলো এই সম্পূর্ণ রাস্তা পাড়ি দেওয়ার সময় বাসের এগজস্ট পাইপ দিয়ে শুধুমাত্র জলীয় বাষ্প নির্গমন হবে পরিবেশে। তাই পুরানো ডিজেল এবং পেট্রোল চালিত ব্যবস্থাকে সম্পূর্ণ বদলে ফেলে এমন গ্রিন হাইড্রোজেন চালিত প্রযুক্তির যানবাহন আগামীতে আরও বেশি করে আনা হবে। বাসগুলির একদম উপরে লাগানো থাকবে চারটি হাইড্রোজেন সিলিন্ডার। মাইনাস ২০ ডিগ্রি থেকে ৮৫ ডিগ্রি তাপমাত্রা সহন করার ক্ষমতা রয়েছে এদের।

আনুষ্ঠানিক লঞ্চের সময়সূচী

Olectra তাদের এই হাইড্রোজেন চালিত বাসগুলি আগামী এক বছরের মধ্যেই বাণিজ্যিকভাবে বাজারে আনতে চলেছে। যদিও আমাদের দেশের প্রথম দেশীয় প্রযুক্তিতে তৈরি হাইড্রোজেন ফুয়েল সেল সমৃদ্ধ বাস আত্মপ্রকাশ করেছে গত বছরের আগস্ট মাসেই।

Tags:    

Similar News