October Car Sales: অক্টোবর আগের সব রেকর্ড ভাঙল, প্রতি মিনিটে দেশে বিক্রি হয়েছে আটটি গাড়ি

By :  SUMAN
Update: 2022-10-31 14:48 GMT

এবছরের অক্টোবর মাসের তাৎপর্য ছিল আর পাঁচটা বছরের চাইতে একটু বিশেষ। কারণ এবারে নবরাত্রি থেকে দীপাবলি, এমনকি ভাইফোঁটাও এই একই মাসে পড়েছে। ফলে পুরো অক্টোবর জুড়ে কেনাকাটার রমরমা ছিল তুঙ্গে। আবার গাড়ি শিল্পও দেদার বিক্রির সাক্ষী থেকেছে। প্রকাশিত পরিসংখ্যান অনুযায়ী ভারতে এ মাসে মোট ৩.৮৫ লক্ষ যাত্রী গাড়ি বিক্রি হয়েছে। ফলে আগের বছর অক্টোবর এবং এবছরের সেপ্টেম্বরের চাইতে যথাক্রমে ২৮% ও ৪০% বেশি গাড়ি বিক্রি হয়েছে। বলতে গেলে প্রতি মিনিটে দেশে গড়ে আটজন ভারতীয় নতুন গাড়ি বাড়ি নিয়ে এসেছেন।

উল্লেখ্য, ২০১৮-এর পর অক্টোবর মাসে গগনচুম্বী যাত্রী গাড়ি বিক্রির সংখ্যা এই প্রথম দেখলো ভারতবাসী। সেবারে মোট ৩.৮২ লক্ষ বিক্রি হয়েছিল। তবে এবারের বেচাকেনার পরিমাণ ২০১৮-কেও হার য়ানিয়েছে। এই প্রসঙ্গে মারুতি সুজুকির প্রধান কার্যনির্বাহী আধিকারিক (সেলস অ্যান্ড মার্কেটিং) শশাঙ্ক শ্রীবাস্তব বলেন, “অক্টোবরের চাহিদা এবং গাড়ির ডেলিভারির সামঞ্জস্য খুব সুন্দর ছিল।”

শ্রীবাস্তব যোগ করেন, “ডিসপ্যাচ, রিটেল এবং বুকিং সর্বত্র বৃদ্ধি পেয়েছে। আংশিক ঘাটতি না হলে, কিছু উচ্চ চাহিদার পণ্যের ডেলিভারি বেশি দেখা যেত।” এ মাসের শুরুতে যেখানে জমে থাকা বুকিংয়ের পরিমাণ ছিল ৮.৫ লক্ষ, সে জায়গায় মাসের শেষে তার পরিমাণ কমে দাঁড়ায় ৭.৯ লক্ষে। যা গাড়ি সংস্থাগুলিকে নতুন উৎপাদনের ক্ষেত্রে অক্সিজেন জুগিয়েছে। অক্টোবরের শেষে যাত্রী গাড়ির নেতৃত্ব প্রদানকারী সংস্থা মারুতি সুজুকির পেন্ডিং বুকিংয়ের পরিমাণ ৪.২৫ লক্ষ।

প্রসঙ্গত, ভারত সরকারের গাড়ির নথিভুক্তকরণের ওয়েবসাইট বাহন (Vahan)-এর তথ্য অনুযায়ী ১ থেকে ২৯ অক্টোবর পর্যন্ত এদেশে মোট ৩.১৬ লাখ যানবাহন রেজিস্ট্রেশন হয়েছে। ভারতের ৯৪% এর বেশি আরটিও-র তথ্য হস্তগত করে বাহন। তবে এ মাসে প্রযুক্তিগত সমস্যার কারণে বেশকিছু রেজিস্ট্রেশন নম্বরের আপডেট নেওয়া বাকি রয়েছে বলে জানিয়েছে শিল্প মহল।

Tags:    

Similar News