40 টাকায় চলবে 100 কিমির বেশি, Piaggio দুই অত্যাধুনিক ইলেকট্রিক থ্রি-হুইলার লঞ্চ করল

By :  techgup
Update: 2022-12-17 05:17 GMT

ভারতবর্ষের শীর্ষস্থানীয় বাণিজ্যিক ছোট গাড়ি প্রস্তুতকারী সংস্থা Piaggio-র হাত ধরে এবার বাজারে এল দুটি ইলেকট্রিক থ্রি-হুইলার। তার মধ্যে একটি হল প্যাসেঞ্জার সেগমেন্টের Ape E-City FX Max, আর অন্যটি মালপত্র বহনকারী Ape E-Xtra FX Max কার্গো। পিয়াজিও Piaggio ইতিমধ্যেই Sun Mobility, Three Wheels United, Zyngo, City Link, Amplus Solar, Magenta Mobility-র মতো ব্র্যান্ডের সঙ্গে চুক্তিবদ্ধ হয়েছে। সংস্থাগুলিকে আগামী বছরের মধ্যে ২৪,০০০টি এই তিন চাকার প্যাসেঞ্জার ও কার্গো গাড়ি সরবরাহ করার কথা স্থির হয়েছে।

পিয়াজিও কার্গো বিভাগে দুটি ভ্যারিয়েন্ট এনেছে - Ape E-Xtra FX PU Max ও Ape E-Xtra FX WP Max।এদের এক্স শোরুম মূল্য যথাক্রমে ৩,৪৫,৯৪৭ টাকা ও ৩,৪৩,৪৫৮ টাকা। আর প্যাসেঞ্জার সেগমেন্টের Ape E-City FX Max অটোর দাম ৩,২৫,৭৯৪ টাকা ধার্য করা হয়েছে।

নির্মাতা সংস্থার দাবি, এপ এফএক্স ম্যাক্স রেঞ্জের অটোগুলি প্রতি কিমিতে চালানোর বিদ্যুৎ খরচ মাত্র ৫০ পয়সা। আবার এপ ই-সিটি এফএক্স ম্যাক্স অটোটি কিলোমিটার পিছু মাত্র ৩৯ পয়সা খরচ করেই চালানো সম্ভব। এই সিরিজের প্রতিটি অটো পিয়াজিওর বারামাটিতে অবস্থিত কারখানায় সম্পূর্ণ নারী দ্বারা গঠিত দলের দ্বারা অ্যাসেম্বল করা হয়েছে।

এই মুহূর্তে ব্যাটারি চালিত এই থ্রি-হুইলার গুলিতে ফিক্সড ব্যাটারি থাকলেও অদূর ভবিষ্যতে এতে বদলযোগ্য ব্যাটারি দেওয়ার পরিকল্পনা রয়েছে তাদের। Ape E-City FX Max প্যাসেঞ্জার অটো L5M ক্যাটাগরির অন্তর্গত। এতে রয়েছে ৫.৪৪ কিলোওয়াট শক্তি ও ২৯ এনএম টর্ক উৎপাদনকারী বৈদ্যুতিক মোটর যাকে সমস্ত শক্তি প্রদান করে ৮ কিলোওয়াট আওয়ার লিথিয়াম আয়ন বাটারি। এই মডেলটি সর্বোচ্চ ৫০ কিমি প্রতি ঘন্টা গতিবেগে চলার ক্ষমতা রাখে। এটি এক চার্জে ১৪৫ কিমি দৌড়তে পারবে বলে দাবি করা হয়েছে। ৪৮ ভোল্ট ও ৩০০০ ওয়াটের হোম চার্জার দিয়ে এই ব্যাটারিকে ৩ ঘন্টা ৪৫ মিনিটে সম্পূর্ণ চার্জ করা সম্ভব। গাড়িটির গ্রেডিবিলিটি অর্থাৎ চড়াই রাস্তায় ওঠার ক্ষমতা ২০%।

অন্যদিকে কার্গো বিভাগের অর্ন্তগত Ape E-Xtra FX Max সংস্করণটি L5N পরিবারের অন্তর্গত। একে ছুটতে সাহায্য করে ৯.৫৫ কিলোওয়াট শক্তি ও ৪৫ এনএম টর্ক যুক্ত বৈদ্যুতিক মোটর। শক্তিভান্ডার হিসাবে এখানে উপস্থিত রয়েছে ৮ কিলোওয়াট আওয়ার লিথিয়াম আয়ন ব্যাটারি। গাড়িটির টপ স্পিড ৫০ কিমি/ঘণ্টা হলেও সম্পূর্ণ চার্জে ১১৫ কিমি চলতে সক্ষম। Ape E-Xtra FX Max-কে ৪৮ ভোল্ট ও ৩০০০ ওয়াটের হোম চার্জারের সাহায্যে ৩ ঘন্টা ৪৫ মিনিটে পুরোপুরি চার্জ করা যায়। এর গ্রেডিবিলিটি ১৯%।

Piaggio জানিয়েছে যে Ape FX Max এর অন-রোড রাইডিং রেঞ্জ ৩০% পর্যন্ত বৃদ্ধি পাবে। এমনকি এতে ৫ কিমি পর্যন্ত রিজার্ভ রেঞ্জ উপলব্ধ রয়েছে। Ape E-City FX Max ও Ape E-Xtra FX Max মডেল দুটির ক্ষেত্রে যথাক্রমে ১ লক্ষ ৭৫ হাজার ও ১ লক্ষ ৫০ হাজার কিমি পর্যন্ত ওয়ারেন্টি পাবেন গ্রাহকরা। উভয় ক্ষেত্রেই ১২ ইঞ্চির বড় টায়ার এবং উন্নত নেভিগেশনের জন্য অ্যাডভান্সড টেলিমেটিক্স ২.০ দেওয়া হয়েছে।

প্রসঙ্গত, চুক্তিপত্র অনুযায়ী যে ২৪,০০০ ইউনিট ইলেকট্রিক থ্রি-হুইলার সরভরাহের কথা ঘোষণা করা হয়েছে তার মধ্যে ১০,০০০ ইউনিট শুধুমাত্র Sun Mobility-র সাথে পার্টনারশিপ করেই দেশের ১৪ টি শহরের রাস্তায় নামানো হবে। পিয়াজিও ভেহিকেলস এর চেয়ারম্যান ও ম্যানেজিং ডিরেক্টর দিয়েগো গ্রাফি এ প্রসঙ্গে বলেন, "এই মৌচুক্তি স্বাক্ষরের মাধ্যমে ভারতবর্ষের বুকে বৈদ্যুতিক গাড়ির যে পরিকাঠামো গড়ে তোলার প্রতিজ্ঞা আমরা নিয়েছিলাম তা দৃঢ় হল। আমরা নিশ্চিত যে এই গাঁটবন্ধনের ফলে শুধুমাত্র গ্রাহক রাই উপকৃত হবে তা নয় এর পাশাপাশি সমগ্র দেশজুড়ে আরো উন্নত ইভি প্রযুক্তির রাস্তা সুগঠিত হবে।"

Tags:    

Similar News