গত বছর ভারতে 10 হাজারের বেশি ইলেকট্রিক থ্রি-হুইলার বিক্রি করে নজির গড়ল Piaggio

By :  SUMAN
Update: 2023-01-17 14:33 GMT

ইতালির পিয়াজিয়ো গোষ্ঠী (Piaggio Group)-র অধীনস্থ সংস্থা পিয়াজিয়ো ভেহিকেলস প্রাইভেট লিমিটেড (Piaggio Vehicles Pvt Ltd বা PVPL) ভারতে ছোট বৈদ্যুতিক বাণিজ্যিক গাড়ির বিক্রিতে নতুন মাইলফলক স্পর্শের কথা ঘোষণা করল। কমার্শিয়াল ইলেকট্রিক থ্রি হুইলারের নেতৃত্ব প্রদানকারী সংস্থাটি গত বছরে তাদের ১০,০০০-এর বেশি ইউনিট গাড়ি বিক্রির কথা জানালো।

২০১৯-এ এদেশে সংস্থাটি প্রথম Apé Electrik তিন চাকার ব্যাটারি চালিত গাড়িটি লঞ্চ করেছিল। তখন থেকে পিভিপিএল এল৫ ক্যাটেগরিতে অবস্থান ক্রমশই পাকাপোক্ত করেছে। বর্তমানে এদেশের সংশ্লিষ্ট সেগমেন্টে ৪০ শতাংশের বেশি মার্কেট শেয়ার রয়েছে তাদের দখলে। ফিক্সড এবং সোয়াপেবেল ব্যাটারি যুক্ত তিন চাকার গাড়িতে সর্বাধিক রেঞ্জ অফার করে Apé Electrik।

পিভিপিএল-এর চেয়ারম্যান এবং ম্যানেজিং ডিরেক্টর দিয়েগো গ্রাফি বলেছেন, “ভারতে ইলেকট্রিক ভেহিকেল প্রযুক্তির গ্রহণযোগ্যতা দ্রুত হারে বৃদ্ধি পেয়ে চলেছে। গত তিন বছরে আমরা তিন চাকার ইলেকট্রিক গাড়ি কেনার ব্যাপক সুফল সকলের কাছে প্রতিষ্ঠিত করতে পেরেছি। এই গাড়িগুলি চলাচলের ক্ষেত্রে সবচেয়ে বেশি আর্থিক সাশ্রয়কারী। ব্যবসা-বাণিজ্য ক্ষেত্রে এগুলি লাভদায়ক।”

গ্রাফি যোগ করেন, “আমাদের তিন চাকার ইলেকট্রিক ভেহিকেল মডেলটি দেশের শিল্পমহলে দৃষ্টান্ত স্থাপন করার পাশাপাশি দেশের ইভি পরিকাঠামো উন্নয়নে অবদান রেখে চলেছে।” প্রসঙ্গত, এদেশে সংস্থাটি তাদের ১০,০০০-এর বেশি Apé Electrik ডেলিভারি দিয়েছে। ২০২৩-এ তারা এই সংখ্যাটি ২০,০০০-এ পৌঁছানোর লক্ষ্যমাত্রা স্থির করেছে।

Tags:    

Similar News