Ntorq বা Apache কিনবেন? এই মাসে TVS-র বাইক-স্কুটারের নতুন দাম দেখে তারপরেই টাকা গোছান

By :  SUMAN
Update: 2023-07-08 05:12 GMT

ভারতে টিভিএস মোটর কোম্পানি (TVS Motor Company)-র পোর্টফোলিও বৈচিত্র্যে ভরা। তাদের কাছে যেমন সস্তা মোপেড রয়েছে তেমনি স্পোর্টস বাইক থেকে শুরু করে ইলেকট্রিক স্কুটার বর্তমান। বিগত কয়েক বছর ধরেই বিক্রির ক্ষেত্রে টিভিএস যথেষ্ট উন্নতি করেছে। এমনকি হোন্ডা (Honda)-র মত সংস্থাকে হারিয়ে বিক্রিবাটার নিরিখে দ্বিতীয় স্থানেও উঠে এসেছিল তারা। আপনি যদি এই মাসে টিভিএস-এর স্কুটার বা বাইক কেনার পরিকল্পনা করে থাকেন তবে এই প্রতিবেদন আপনার জন্য। এখানে জুলাই মাসে সংস্থার আপডেটেড প্রাইস লিস্ট দেওয়া হল। তবে মনে রাখবেন রাজ্য ও শহর ভেদে দামের হেরফের ঘটতে পারে।

TVS Raider 125

Single Seat (রেড) – ৯৪,৪৬৯ টাকা
Split Seat (ইয়েলো, ব্লু, রেড, ব্ল্যাক) ৯৫,৪৬৯ টাকা
SX (রেড, ব্ল্যাক) – ১,০০,৮২০ টাকা

TVS Ronin

SS (রেড, ব্ল্যাক) – ১,৪৯,০০০ টাকা
DS (ব্লু, ব্ল্যাক) – ১,৫৬,৫০০ টাকা
TD (গ্রে, অরেঞ্জ) – ১,৬৮,৭৫০ টাকা

TVS Apache RTR 160 2V

Drum (হোয়াইট, রেড, ব্ল্যাক) – ১,১৯,৩২০ টাকা
Disc – ১,২২,৮২০ টাকা
BT Disc (ম্যাট ব্লু, গ্রে) – ১,২৬,১২০ টাকা

TVS Apache RTR 160 4V

Drum (ব্লু, রেড, ব্ল্যাক) – ১,২৩,৭৭০ টাকা
Disc – ১,২৭,২৭০ টাকা
BT DISC – ১,৩০,৫৭০ টাকা
Special Edition (ব্ল্যাক) – ১,৩২,০৭০ টাকা

TVS Apache RTR 180

Standard (হোয়াইট, ব্ল্যাক) – ১,৩২,১২০ টাকা

TVS Apache RTR 200 4V

Single Channel ABS (ম্যাট ব্লু, ব্ল্যাক, হোয়াইট) – ১,৪১,৬৭০ টাকা
Dual Channel with riding modes – ১,৪৬,৭২০ টাকা

TVS Apache RR310

Standard (ব্ল্যাক, রেড) – ২,৭২,০০০ টাকা

TVS iQube

Standard (রেড, গ্রে, হোয়াইট) – ১,৩৪,৪২২ টাকা
S – ১,৫৫,৫৫৩ টাকা

TVS Jupiter

Sheet Metal Wheel (SMW) (ব্লু, হোয়াইট, গ্রে) – ৭২,১৯০ টাকা
Base (ব্লু, ব্ল্যাক, হোয়াইট, রেড, গ্রে, ব্রাউন) – ৭৬,৩০৮ টাকা
ZX – ৮১,০৩৮ টাকা
ZX Disc – ৮৫,০৬৩ টাকা
ZX Smartxonnect – ৮৭,৯৩৮ টাকা
Classic – ৮৮,৪৯৮ টাকা

TVS Jupiter 125

Drum (অরেঞ্জ, ইন্ডিব্লু, গ্রে, হোয়াইট) – ৮৩,৬০৫ টাকা
Drum-Alloy – ৮৬,১৫৫ টাকা
Disc – ৯০,৪০৫ টাকা

TVS NTorq 125

Drum (মেটালিক ব্লু, গ্রে) – ৮৪,৮৩৬ টাকা
Disc (ম্যাট রেড, ব্লু, গ্রে, রেড) – ৮৮,৮৪১ টাকা
Race Edition (মেরিন ব্লু, রেসিং রেড, ইয়েলো) – ৯২,৮৯১ টাকা
Super Squad Edition (অ্যামেজিং রেড, কমব্যাট ব্লু, লাইটিং গ্রে, স্টিল্থ ব্ল্যাক) – ৯৪,৯৪১ টাকা
Race XP (রেস রেড ব্ল্যাক) – ৯৬,৪৯১ টাকা
XT (নিয়ন গ্রিন ডেনিম ব্লু) – ১,০৪,৩৯১ টাকা

TVS Radeon

Base (ব্লু, ব্ল্যাক, পারপেল গ্রে) – ৬০,৯২৫ টাকা
Digi Drum (ডিটি ব্লু, ব্ল্যাক, রেড) – ৭৪,৮৩৪ টাকা
Digi Disc – ৭৮,৮৩৪ টাকা

TVS Star City Plus

Disc (ব্ল্যাক রেড, ব্লু সিলভার, গ্রে ব্ল্যাক) – ৭৬,৮২০ টাকা
Drum (গ্রে ব্ল্যাক, রেড ব্ল্যাক) – ৭৯,৯৭০ টাকা

TVS Sport

Kick Start (ব্ল্যাক ব্লু, ব্ল্যাক রেড, হোয়াইট পার্পেল, ব্লু) – ৬৪,০৫০ টাকা
Self Start (অল ব্ল্যাক, গ্রে, রেড) – ৭০,২২৩ টাকা

TVS XL 100

Comfort (গ্রে ব্ল্যাক, রেড ব্ল্যাক) – ৪৬,৬৭১ টাকা
Heavy Duty (রেড, ব্ল্যাক, গ্রিন) – ৪৪,৯৯৯ টাকা
I-touch start (মিন্ট ব্লু) – ৫৫,৫৩০ টাকা
I-touch start win edition – ৫৮,০৩২ টাকা
Comfort i touch start (কোরাল সিল্ক) – ৫৮,২৯০ টাকা
Heavy Duty i-Touchstart Special Edition – ৪৯,২৪৯ টাকা

মে মাসের সাথে টিভিএস-এর কয়েকটি প্রোডাক্ট যেমন – Raider 125, XL 100 ও iQube Electric-এর মূল্যে পরিবর্তন ঘটানো হয়েছে। Raider 125-এর সিঙ্গেল এবং স্প্লিট সিট ভ্যারিয়েন্টের দাম ৭৫০ টাকা বেড়েছে। এছাড়া XL 100 Heavy Duty-র বিভিন্ন ভ্যারিয়েন্ট যেমন I-touch start, I-touch start win edition ও Comfort i touch start-এর মূল্য ৫০০ টাকা বৃদ্ধি পেয়েছে। এদিকে TVS iQube-এর Standard ও S ট্রিমের দাম যথাক্রমে ১৯৫ টাকা ও ৫৩২ টাকা বেড়েছে।

Tags:    

Similar News