জুলাইয়ে দাম কমল Bajaj Pulsar এর, কত টাকা সস্তা হল এই বাইক? জানুন এখানে

By :  SUMAN
Update: 2023-07-14 10:37 GMT

ভারতের টু-হুইলারের বাজারে বাজাজ অটো (Bajaj Auto)-এর মডেলগুলি অতি জনপ্রিয়। বর্তমানে সংস্থার পোর্টফোলিওতে রয়েছে বিভিন্ন সেগমেন্টের বাইক ও স্কুটার। স্পোর্টি কমিউটার থেকে পারফরম্যান্স ভিত্তিক ক্রুজার – কোনো কিছুরই খামতি নেই। এদিকে প্রতি মাসেই স্কুটার ও মোটরসাইকেলের দামে সামান্য কিছু হেরফের হতে দেখা যায়। তাই আপনি যদি জুলাইয়ে বাজাজের টু-হুইলার কেনার পরিকল্পনা করে থাকেন, তবে এই প্রতিবেদনে সংস্থার প্রতিটি মডেলের দাম জেনে নিন।

Bajaj Pulsar P150

Single Disc (রেড, ব্লু, ব্ল্যাক অ্যান্ড রেড, ব্লু, হোয়াইট) – 1,17,440 টাকা (জুনে এক্স-শোরুম দাম)

1,16,755 (জুলাইয়ে এক্স-শোরুম দাম)

দাম কমেছে 685 টাকা

Twin Disc – 1,20,442 টাকা (জুনে এক্স-শোরুম দাম)

1,19,757 (জুলাইয়ে এক্স-শোরুম দাম)

দাম কমেছে 685 টাকা

Bajaj Pulsar N160

Double CH – 1,29,645 টাকা (জুনে এক্স-শোরুম দাম)

1,30,560 (জুলাইয়ে এক্স-শোরুম দাম)

দাম বেড়েছে 915 টাকা

Bajaj Pulsar N250

STD – 1,49,978 টাকা (জুনে এক্স-শোরুম দাম)

1,49,978 টাকা (জুলাইয়ে এক্স-শোরুম দাম)

Bajaj Pulsar F250

STD – 1,49,978 টাকা (জুনে এক্স-শোরুম দাম)

1,49,978 টাকা (জুলাইয়ে এক্স-শোরুম দাম)

Bajaj Pulsar RS 200 ABS

STD – 1,71,021 (জুনে এক্স-শোরুম দাম)

1,72,358 টাকা (জুলাইয়ে এক্স-শোরুম দাম)

দাম বেড়েছে 1337 টাকা

Bajaj Pulsar NS 200

STD – 1,47,347 (জুনে এক্স-শোরুম দাম)

1,49,363 টাকা (জুলাইয়ে এক্স-শোরুম দাম)

দাম বেড়েছে ২,০১৬ টাকা

Bajaj Pulsar NS 160

STD – 1,36,736 টাকা (জুনে এক্স-শোরুম দাম)

1,36,736 টাকা (জুলাইয়ে এক্স-শোরুম দাম)

Bajaj Pulsar 150

Classic Neon – 1,16,755 টাকা (জুনে এক্স-শোরুম দাম)

1,17,440 (জুলাইয়ে এক্স-শোরুম দাম)

দাম বেড়েছে 685 টাকা

Twin Disc ABS – 1,19,757 টাকা (জুনে এক্স-শোরুম দাম)

1,20,442 টাকা (জুলাইয়ে এক্স-শোরুম দাম)

দাম বেড়েছে 685 টাকা

Bajaj Pulsar NS 125

STD – 1,06,355 টাকা (জুনে এক্স-শোরুম দাম)

1,06,355 টাকা (জুলাইয়ে এক্স-শোরুম দাম)

Bajaj Pulsar 125

Neon Drum – 83,411 টাকা (জুনে এক্স-শোরুম দাম)

83,411 (জুলাইয়ে এক্স-শোরুম দাম)

Neon Disc – 85,414 টাকা (জুনে এক্স-শোরুম দাম)

85,414 টাকা (জুলাইয়ে এক্স-শোরুম দাম)

Split Disc – 91,642 টাকা (জুনে এক্স-শোরুম দাম)

91,642 টাকা (জুলাইয়ে এক্স-শোরুম দাম)

Carbon Disc – 91,251 টাকা (জুনে এক্স-শোরুম দাম)

91,251 টাকা (জুলাইয়ে এক্স-শোরুম দাম)

Carbon Disc Split – 93,638 টাকা (জুনে এক্স-শোরুম দাম)

93,638 (জুলাইয়ে এক্স-শোরুম দাম)

Bajaj Dominar 400

STD – 2,29,781 টাকা (জুনে এক্স-শোরুম দাম)

2,29,781 (জুলাইয়ে এক্স-শোরুম দাম)

Bajaj Dominar 250

STD – 1,81,850 টাকা (জুনে এক্স-শোরুম দাম)

1,83,757 টাকা (জুলাইয়ে এক্স-শোরুম দাম)

1907 টাকা বেড়েছে

Bajaj Avenger 220 Cruise

STD – 1,38,368 টাকা (জুনে এক্স-শোরুম দাম)

1,43,373 টাকা (জুলাইয়ে এক্স-শোরুম দাম)

বেড়েছে 5005 টাকা

Bajaj Avenger 220 Street

STD – 1,42,029 (জুনে এক্স-শোরুম দাম)

1,43,373 টাকা (জুলাইয়ে এক্স-শোরুম দাম)

Bajaj Avenger 160 Street

STD – 1,16,832 টাকা (জুনে এক্স-শোরুম দাম)

1,16,832 টাকা (জুলাইয়ে এক্স-শোরুম দাম)

Bajaj Platina 100

STD – 65,856 টাকা (জুনে এক্স-শোরুম দাম)

67,808 টাকা (জুলাইয়ে এক্স-শোরুম দাম)

দাম 1943 টাকা বেড়েছে

Bajaj Platina 110

Drum – 70,400 টাকা (জুনে এক্স-শোরুম দাম)

70,400 (জুলাইয়ে এক্স-শোরুম দাম)

Disc ABS – 76,064 টাকা (জুনে এক্স-শোরুম দাম)

76,064 (জুলাইয়ে এক্স-শোরুম দাম)

Bajaj CT110X

Self- Start – 67,322 টাকা (জুনে এক্স-শোরুম দাম)

69,216 টাকা (জুলাইয়ে এক্স-শোরুম দাম)

দাম 1894 টাকা বেড়েছে

Bajaj CT 125 X

Drum – 72,077 টাকা (জুনে এক্স-শোরুম দাম)

74,016 টাকা (জুলাইয়ে এক্স-শোরুম দাম)

দাম বেড়েছে 1939 টাকা

Disc – 75,277 টাকা (জুনে এক্স-শোরুম দাম)

77,216 (জুলাইয়ে এক্স-শোরুম দাম)

দাম বেড়েছে 1939 টাকা

Bajaj Chetak

Premium – 1,41,163 (জুলাইয়ে এক্স-শোরুম দাম)

প্রসঙ্গত, জুনের তুলনায় জুলাইয়ে বাজাজের টু-হুইলারের দামে কিছু পার্থক্য নজরে পড়েছে। সবকটি মডেলের ক্ষেত্রে এটি না হলেও, বেশকিছু ক্ষেত্রেই পরিবর্তিত হয়েছে মূল্য। যেমন ৬৮৫ টাকা দাম কমেছে Pulsar P150 এর এবং সর্বাধিক দাম বেড়েছে Avenger 220 Cruise এর।

Tags:    

Similar News