Royal Enfield: নতুন Himalayan-এর পুরো ছবি লঞ্চের আগেই ফাঁস, ডিজাইন ও ইঞ্জিনে ব্যাপক পরিবর্তন
রয়্যাল এনফিল্ড (Royal Enfield) এবছর নিজেদের লঞ্চের তালিকা গুছিয়ে রেখেছে। রাত পোহালেই নতুন প্রজন্মের Buket 350 নিয়ে হাজির হবে তারা। আবার এ বছর নভেম্বরে আসছে Himalayan 450। অ্যাডভেঞ্চার মোটরসাইকেলটির ভারতের রাস্তায় একাধিকবার টেস্টিং চলাকালীন দর্শন মিলেছে। এবারে লঞ্চের আগে Royal Enfield Himalayan 450-এর আরও একবার দেখা পাওয়া গেল। ফাঁস হওয়া ছবি দেখে মনে করা হচ্ছে, ফ্যাক্টরির সামনে এটি দাঁড় করানো ছিল। বাইকটির দাম ২.৫ লাখ টাকা রাখা হতে পারে বলে অনুমান করা হচ্ছে।
Royal Enfield Himalayan 450-এর ডিজাইন কেমন হবে
ছবিতে নতুন রয়্যাল এনফিল্ড হিমালয়ান ৪৫০-এর প্রায় সমগ্র ডিজাইন প্রত্যক্ষ করা গেছে। সামনের বাতাস প্রতিরোধ করতে এতে রয়েছে একটি উইন্ডস্ক্রিন। পাখির ঠোঁটের ন্যায় রয়েছে সামনে মাডগার্ড এবং Himalayan 411-এর মতো একটি এক্সটার্নাল ফ্রেম। যা জেরি ক্যান বহন করতে ব্যবহৃত হবে।
ফুয়েল ট্যাঙ্কটি বেশ বড়, সাথে রয়েছে চওড়া হ্যান্ডেলবার, স্প্লিট সিট এবং পেছনে ব্যাগ নিতে আছে একটি টেল র্যাক। সবমিলিয়ে দীর্ঘ পথ ভ্রমণের ক্ষেত্রে এটি আদর্শ। তবে চর্চার কেন্দ্রবিন্দুতে রয়েছে Himalayan 450-এর নতুন ইঞ্জিন। লিকুইড কুল্ড প্রযুক্তি সম্পন্ন ইউনিট সহ বাইক সংস্থার ইতিহাসে এই প্রথম। এটি থেকে ৪০ বিএইচপি এবং ৪০ এনএম টর্ক উৎপন্ন হতে পারে বলে আশা করা হচ্ছে। মোটরের সাথে সংযুক্ত থাকবে ৬-স্পিড গিয়ারবক্স এবং স্লিপ ও অ্যাসিস্ট ক্লাচ।
Himalayan 450-এর সামনে আপসাইড ডাউন ফ্রন্ট ফর্ক এবং পেছনে মনোশক ইউনিটের দেখা মিলেছে। ব্রেকিংয়ের দায়িত্ব পালন করতে রয়েছে ডুয়েল চ্যানেল এবিএস সমেত দু’চাকায় ডিস্ক ব্রেকের। আশা করা হচ্ছে, এতে সুইচেবল এবিএস অফার করা হবে। সামনে ও পেছনে রয়েছে যথাক্রমে ২১ ইঞ্চি ও ১৭ ইঞ্চি হুইল।