ePluto 7G Max: এক চার্জেই 200 কিমি পার, পুজোর আগে সস্তায় দুর্ধর্ষ ই-স্কুটার লঞ্চ করল Pure EV
উৎসবের মরসুমের অন্যতম বড় চমক নিয়ে হাজির হল পিউর ইভি (Pure EV)। দুর্ধর্ষ মাইলেজের সঙ্গে ভারতে ePluto 7G Max নামে এক নতুন ইলেকট্রিক স্কুটার লঞ্চের ঘোষণা করল তারা। যার দাম ১,১৪,৯৯৯ টাকা (এক্স-শোরুম) ধার্য করা হয়েছে। রেট্রো থিমের এই ই-স্কুটারটির বুকিং ইতিমধ্যেই শুরু করে দিয়েছে পিওর ইভি। দীপাবলির আগেই ডেলিভারি শুরু হয়ে যাবে বলে অনুমান। ePluto 7G Max ই-স্কুটার লঞ্চের মাধ্যমে এবার পুজোতে সার্বিকভাবে বিক্রি বাড়ানোই সংস্থার লক্ষ্য।
Pure EV লঞ্চ করল ePluto 7G Max ই-স্কুটার
ePluto 7G Max ফুল চার্জে ২০১ কিলোমিটার পথ (পরীক্ষিত রেঞ্জ) ছুটবে বলে দাবি করা হয়েছে। দামের বিচারে যা সত্যিই অবিশ্বাস্য। একাধিক অত্যাধুনিক ফিচার দ্বারা সজ্জিত হয়ে এসেছে ইলেকট্রিক স্কুটারটি। যেমন – হিল-স্টার্ট অ্যাসিস্ট, ডাউনহিল অ্যাসিস্ট, কোটিং রিজেন, রিভার্স মোড, স্মার্ট এআই ইত্যাদি। রেট্রো থিমের ই-স্কুটারটি চারটি ভিন্ন কালারে উপলব্ধ হবে – ম্যাট ব্ল্যাক, রেড, গ্রে এবং হোয়াইট।
চাকায় ঘূর্ণনের শক্তি জোগাতে Pure ePluto 7G Max-এ উপস্থিত একটি ৩.৫ কিলোওয়াট আওয়ার লিথিয়াম আয়ন ব্যাটারি এবং একটি ইলেকট্রিক মোটর, যার আউটপুট ৩.২১ বিএইচপি। ব্যাটারিটি AIS-156 শংসাপত্র প্রাপ্ত হওয়ার কারণে জল ও ধূলোবালি প্রতিরোধ করবে। আর্টিফিশিয়াল ইন্টেলিজেন্স চালিত স্মার্ট ব্যাটারি ম্যানেজমেন্ট সিস্টেম সমেত এসেছে স্কুটারটি।
Pure ePluto 7G Max-এ তিনটি রাইডিং মোড উপস্থিত। কোম্পানি জানিয়েছে, তাদের এই স্কুটির ব্যাটারিতে ৬০,০০০ কিলোমিটার স্ট্যান্ডার্ড এবং ৭০,০০০ কিলোমিটার এক্সটেন্ডেড ওয়ারেন্টি অফার করা হচ্ছে। ডিজাইনের প্রসঙ্গে বললে, ePluto 7G Max ওল্ড-স্কুল রেট্রো স্টাইলিং সমেত এসেছে। এতে রয়েছে এলইডি লাইট ও একটি ফুল ডিজিটাল ইন্সট্রুমেন্ট ক্লাস্টার। স্কুটারটি স্মার্ট রি-জেনারেটিভ টেকনোলজি, রিভার্স মোড অ্যাসিস্ট এবং পার্কিং অ্যাসিস্ট ফিচার পেয়েছে। অটো পুশ ফাংশন ePluto 7G Max-কে ৫ কিলোমিটার প্রতি ঘন্টার গতিবেগে সামনের দিকে এগিয়ে যেতে সাহায্য করবে।