Pure EV Etryst 350: এক চার্জে 140km নিশ্চিত, পিওর ইভির প্রথম ইলেকট্রিক মোটরসাইকেল এল বাজারে, 150cc বাইকের ন্যায় ক্ষমতা

By :  techgup
Update: 2022-08-27 12:18 GMT

হায়দ্রাবাদ কেন্দ্রিক বৈদ্যুতিক দুই চাকা নির্মাতা Pure EV এযাবৎকাল পর্যন্ত ব্যাটারিচালিত স্কুটারের জন্য প্রসিদ্ধ ছিল। এবার ফ্লাগশিপ মডেল হিসাবে ই-বাইক বাজারে নিয়ে এল তারা। যার নামকরণ করা হয়েছে ETryst 350। এটি তাদের প্রথম ইলেকট্রিক মোটরসাইকেল। নকশা থেকে শুরু করে কারিগরি এবং নির্মাণ ভারতেই করা হয়েছে‌। ফলে এটি পুরোপুরি "মেক ইন ইন্ডিয়া" প্রোডাক্ট।

সংস্থার হায়দ্রাবাদের কারখানায় উৎপাদন চলছে মডেলটির। ETryst 350 এর এক্স শোরুম মূল্য ১,৫৪,৯৯৯ টাকা নির্ধারণ করা হয়েছে। বর্তমানে দেশের টিয়ার-১ শহরগুলিতেই মিলবে তাদের এই বৈদ্যুতিক বাইক। পিওর ইভির দাবি, দেশের ১০০টি ডিলারশিপের মাধ্যমে আরও বেশি সংখ্যক জনগণের কাছে পৌঁছে দেওয়া যাবে একে।

ETryst 350 স্বয়ংসম্পূর্ণ পেট্রোল চালিত বাইকের মতো দেখতে। সর্বোচ্চ গতিবেগ ঘন্টায় ৮৫ কিলোমিটার। রেঞ্জ প্রসঙ্গে বলতে গেলে সম্পূর্ণ চার্জে পরিপুষ্ট অবস্থায় এই বাইকটি অন্তত ১৪০ কিমি পথ পাড়ি দিতে সক্ষম। পাশাপাশি এর শক্তিভান্ডার হিসাবে ব্যবহার করা হয়েছে ৩.৫ কিলোওয়াট আওয়ারের ব্যাটারি প্যাক। যা সম্পূর্ণরূপে ভারতের মাটিতেই তৈরি।

এবার ETryst 350 এর মোটরের দিকে নজর দেওয়া যাক। সংস্থার দাবি ইন্টারনাল কম্বাশন ইঞ্জিন সমৃদ্ধ ১৫০ সিসি বাইকের ন্যায় ক্ষমতা এর। মোটরটি সাধারণ অবস্থায় ৩ কিলোওয়াট ও সর্বোচ্চ ৪ কিলোওয়াট পর্যন্ত পাওয়ার উৎপন্ন করতে সক্ষম। বাইকটির সর্বাধিক বহন ক্ষমতা ১৫০ কেজি। এর সাথে রয়েছে ৮৪ ভোল্ট ৮ অ্যাম্পিয়ারের চার্জার। যা দিয়ে সম্পূর্ণ চার্জ করতে সময় লাগে প্রায় ৬ ঘন্টা।

আধুনিক ফিচার্স হিসাবে এতে রয়েছে তিন ধরনের ড্রাইভিং মোড। প্রথমটি ড্রাইভ, যাতে সর্বোচ্চ গতিবেগ ৬০ কিমি/ঘণ্টা। দ্বিতীয়টি হল ৭৫ কিমি/ঘণ্টা গতিবেগ যুক্ত ক্রস ওভার মোড। আর একদম শেষে রয়েছে থ্রিল মোড। এই মোডেই বাইকটি তার সর্বোচ্চ গতিবেগ অর্জন করতে সক্ষম হয়। এতি তিনটি কালার অপশনে উপলব্ধ - পাঞ্চ ব্ল্যাক, ট্যান রেড ও সি ব্লু। এছাড়াও গ্রাহকরা ব্যাটারির উপর ৫ বছর/৫০,০০০ কিমি পর্যন্ত ওয়ারেন্টি পাবেন। বাইকটির মূল প্রতিদ্বন্দ্বী Revolt RV 400 এবং Tork Kratos ।

Tags:    

Similar News