নতুন বছরের উপহার, একলাফে 40,000 টাকা সস্তা হল এই বাইক, সুযোগ মিস হলে লস!

By :  SUMAN
Update: 2024-01-08 13:13 GMT

হালফিলে ভারতীয় অর্থনীতিতে গোদের উপর বিষফোঁড়া হয়ে দেখা দিয়েছে মুদ্রাস্ফীতি। যার কারণে বাজারে বিক্রিত বিভিন্ন দ্রব্যের মূল্য বাড়তে দেখা যাচ্ছে। অটোমোবাইলের বাজারও মুদ্রাস্ফীতির অশুভ দৃষ্টি থেকে বাদ পড়েনি। ফলস্বরূপ ২০২৪ শুরু হতেই নানান অটোমোবাইল কোম্পানি নিজেদের যানবাহনের দাম মহার্ঘের কথা ঘোষণা করেছে। কিন্তু এমন সঙ্কটপূর্ণ পরিস্থিতিতেও ক্রেতাদের কলিজা ঠান্ডা করার মতো খবর শোনালো কিউজে মোটর (QJ Motor)। আদিশ্বর অটো-র সাথে পার্টনারশিপে টু-হুইলার বিক্রি করা এই সংস্থা স্রোতের বিপরীতে হেঁটে মূল্য হ্রাসের পথ বেছে নিয়েছে।

কিউজে মোটর ভারতের বাজারে বিক্রিত তাদের তিনটি মোটরসাইকেলের দাম একলাফে সর্বাধিক ৪০,০০০ টাকা পর্যন্ত কমানোর ঘোষণা করেছে। যার ফলে এখন QJ Motor SRC 500 ও SRV 300 কিনতে খরচ পড়ছে যথাক্রমে ২.৩৯ লাখ ও ৩.১৯ লাখ টাকা (এক্স-শোরুম)। আবার QJ Motor SRC 250 মডেলটি ৩১,০০০ টাকা সস্তা হওয়ার ফলে বর্তমানে দাম কমে হয়েছে ১.৩৯ লাখ টাকা (এক্স-শোরুম)। আজ থেকেই এই নতুন মূল্য কার্যকর করেছে কোম্পানি।

QJ Motor SRC 250

সংস্থার SRC লাইনআপে বর্তমানে এন্ট্রি লেভেল SRC 250 মডেলটি রয়েছে। এতে রেট্রো স্টাইল প্রত্যক্ষ করা যায়। সেজন্য বাইকটিতে গোলাকৃতি লাইট ও মিরর, টিয়ার-ড্রপ ফুয়েল ট্যাঙ্ক এবং ওয়্যার স্পোক হুইলের (সামনে ১৮ ইঞ্চি ও পেছনে ১৬ ইঞ্চি) দেখা মেলে। এগিয়ে চলার শক্তি জোগাতে এতে রয়েছে একটি ২৪৯ সিসি, ইনলাইন টুইন সিলিন্ডার, লিকুইড কুল্ড ইঞ্জিন। যা থেকে সর্বোচ্চ ১৭.১ বিএইচপি এবং ১৭ এনএম টর্ক উৎপন্ন হয়। ডুয়েল চ্যানেল এবিএস সমেত দু’চাকায় ডিস্ক ব্রেক উপস্থিত।

QJ Motor SRC 500

রেট্রো ডিজাইনের SRC 500-তে রয়েছে ডুয়েল টোন পেইন্ট ফিনিশ, অতিরিক্ত ক্রোম গার্নিশ এবং বৃহত্তর অ্যালয় হুইল। ৪৮০ সিসি, সিঙ্গেল সিলিন্ডার, এয়ার কুল্ড ইঞ্জিনে ছোট বাইকটি। এটি থেকে সর্বোচ্চ ২৫.১ বিএইচপি শক্তি এবং ৩৬ এনএম টর্ক পাওয়া যায়। বাইকটির দু’চাকায় ডিস্ক ব্রেক ও ডুয়েল চ্যানেল এবিএস রয়েছে।

QJ Motor SRV 300

SRV 300 একটি রেট্রো রোডস্টার বাইক। এতে রয়েছে ২৯৬ সিসি লিকুইড কুল্ড, ভি-টুইন ইঞ্জিন। সিক্স গিয়ার বক্স যুক্ত ইঞ্জিনটি থেকে সর্বোচ্চ ২৯.৮ বিএইচপি শক্তি এবং ২৬ এনএম টর্ক তৈরি হয়। এতে রয়েছে ইউএসডি ফ্রন্ট ফর্ক ও টুইন টেলিস্কোপিক রিয়ার শক। এই বাইকটিতেও ডুয়েল চ্যানেল এবিএস ও দু’চাকায় ডিস্ক ব্রেক বর্তমান।

Tags:    

Similar News