নতুন SUV গাড়ি ও ইঞ্জিন তৈরির জন্য প্রায় 3000 কোটি টাকা লগ্নি করবে Renault
ভারতের পাশাপাশি এখন বিশ্বজুড়ে স্পোর্টস ইউটিলিটি ভেহিকেল বা এসইউভি গাড়ির সমাদর বাড়ছে। এই ধরনের গাড়ির বাজার ধরতে উদ্যোগী হতে দেখা যাচ্ছে নানা সংস্থাকে। বিভিন্ন নতুন মডেলের উপর পরীক্ষা চালাচ্ছে তারা। তাদের দলে রয়েছে ফরাসি প্রতিষ্ঠান Renault SA। এসইউভি ও ১.০ টার্বো ইঞ্জিন উৎপাদনে ৩৭৭ মিলিয়ন ডলার (প্রায় ২,৯৮৪ কোটি টাকা) বিনিয়োগের কথা ঘোষণা করল তারা।
ব্রাজিলে ওই টাকা ঢালবে রেনো। নতুন গাড়ি উৎপাদনের জন্য মার্চ মাসেই পরিকল্পনা নেওয়া হয়েছিল। তবে নতুন ইনভেস্টমেন্ট প্ল্যানের জন্য অভিভাবক বা মূল সংস্থার সবুজ সংকতের জন্য অপেক্ষা করছিল তারা। সংস্থার দাবি, ব্রাজিলে বিনিয়োগ কোম্পানির কৌশলগত পরিকল্পনার একটি অংশ।
রেনো গোষ্ঠীর এগজিকিউটিভ ডিরেক্টর হোসে বলেন, 'বিশ্বব্যাপী ব্যবসার বিস্তার ঘটাতে আমরা যে ছক কষছি, তার অন্যতম ধাপ হিসাবে ব্রাজিলে বিনিয়োগ করতে যাচ্ছি আমরা।' সংস্থার তরফে একটি বিবৃতি প্রকাশ করে বলা হয়েছে, ব্রাজিলের দক্ষিণের রাজ্য পারানার প্রোডাকশন প্ল্যান্ট ঢেলে সাজাতে লগ্নি করা হবে। আবার সুদূর ভবিষ্যতে সেখানে ইলেকট্রিক গাড়ি উৎপাদনের বার্তাও দেওয়া হয়েছে।
এই প্রসঙ্গে রেনোর লাতিন আমেরিকা শাখার সভাপতি লুই ফার্নান্দো বলেছেন, 'গ্রাহকদের জন্য রেনো গোষ্ঠীর সেরা প্রযুক্তির সাথে নতুন গাড়ি ও ইঞ্জিন লঞ্চের জন্য প্রস্তুতি নিচ্ছি আমরা৷' প্রসঙ্গত, ব্রাজিলের মার্কেটে বিগত ২৩ বছর ধরে ব্যবসা করে আসছে রেনো৷