উৎসবের মরসুমের আগে চমক Renault এর, ভারতে বিক্রিত প্রতিটি গাড়ির ধবধবে সাদা রঙের মডেল লঞ্চ করল
উৎসবের মরসুমে মানুষের গাড়ি কেনার প্রবণতা বৃদ্ধি পায়। তাই সেই চাহিদার কথা মাথায় রেখে তিনটি লিমিটেড এডিশন মডেল বাজারে নিয়ে এল রেনো (Renault)। ভারতে বিক্রিত সংস্থার তিন গাড়ি - Kiger, Triber, এবং Kwid এর লিমিটেড এডিশন মডেল লঞ্চ হয়েছে। মডেলগুলির নামকরণ হয়েছে Festive Limited Edition। সাধারণ মডেলের সাথে ফারাক বলতে শুধু যুক্ত হয়েছে কসমেটিক আপগ্রেড।
Kiger, Triber এবং Kwid Festive Limited Edition একটিই কালার অপশনে উপলব্ধ। আর সেটা হল কালো ছাদের সাথে সাদা শরীর। ডুয়েল টোন পেইন্ট স্কিম ছাড়াও এক্সটেরিয়রের কিছু জায়গায় লাল রঙের অ্যাকসেন্ট রয়েছে। যেগুলি ফ্রন্ট গ্লিলের চারপাশে, সাইড ডোর ডিক্যাল, এবং এলইডি ডিআরএলের উপর লক্ষ্য করা যাবে।
Renault Kiger, Triber ও Kwid এর টপ এন্ড ভ্যারিয়েন্টের উপর ভিত্তি করে ফেস্টিভ লিমিটেড এডিশন মডেল এসেছে। যেমন - Kwid এর Climber ভ্যারিয়েন্ট। আর Triber ও Kwid এর RXZ ভ্যারিয়েন্ট। কসমেটিক আপডেটের জন্য রেনো অবশ্য অতিরিক্ত টাকা নিচ্ছে না। টপ এন্ড ভার্সনের দামেই গাড়িগুলি বিক্রি হবে। বুকিং শুরু হবে আগামীকাল।
গাড়িগুলির স্পেসিফিকেশনেও কোনও পরিবর্তন করা হয়নি। Kiger দুটি পেট্রল ইঞ্জিন অপশনে উপলব্ধ। একটি টার্বো এবং অপরটি ন্যাচারালি অ্যাসপিরিটেড। দ্বিতীয়টি Triber মডেলেও উপস্থিত। অন্য দিকে, Kwid গাড়িটিও দুই ইঞ্জিন অপশনে পাওয়া যায় - ০.৮ লিটার এবং ১.০ লিটার ইঞ্জিন। উভয় ক্ষেত্রে ফাইভ-স্পিড ম্যানুয়াল গিয়ারবক্স স্ট্যান্ডার্ড৷ তবে অটৌমেটিক অপশনও রয়েছে।