বিনা পয়সায় কিনুন ইলেকট্রিক বাইক, ফুল চার্জে 150 কিমি চালান, বাম্পার অফার নিয়ে হাজির Revolt

By :  SUMAN
Update: 2024-07-11 10:07 GMT

জিরো ডাউনপেমেন্টে নতুন ইলেকট্রিক বাইক বাড়ি নিয়ে আসার সুযোগ দিচ্ছে রিভল্ট মোটরস। 'চার চৌকে' নামে একটি অফার নিয়ে এসেছে তারা। যেখানে সংস্থার আরভি৪০০ বৈদ্যুতিক মোটরসাইকেলটি জিরো ডিউনপেমেন্ট ও ৪,৪৪৪ টাকার মাসিক কিস্তিতে কেনার সুযোগ দেওয়া হচ্ছে। ফাইন্যান্স পার্টনারদের সঙ্গে হাত মিলিয়ে এই অফার এনেছে রিভল্ট।

সংস্থার তরফে জানানো হয়েছে, হ্যাসেল-ফ্রি, পেপারলেস ডিজিটাল প্রসেসে ক্রেতাদের কাছে এই আর্থিক স্কিম উপলব্ধ হবে। এটি একটি পেট্রল বাইকের তুলনায় ই-বাইকটিকে একপ্রকার ফ্রি করে তুলেছে। জ্বালানি খরচ হবেই না। শুধু ইএমআই-তে যা ব্যয় হবে গ্রাহকদের। জানিয়ে রাখি, রিভল্ট আরভি৪০০ দেশের প্রথম ইলেকট্রিক মোটরসাইকেল। ১২৫ সিসির পেট্রল চালিত বাইকের বিকল্প হিসাবে একে তুলে ধরা হয়েছে।

এই ই-বাইক দুই ভ্যারিয়েন্টে উপলব্ধ - আরভি৪০০ এবং আরভি৪০০ বিআরজেড। প্রথমটির দাম ১.৫০ লক্ষ ও দ্বিতীয়টির মূল্য ১.৪৩ লক্ষ (এক্স-শোরুম)। মে মাসে দুই মডেলের দাম ৫,০০০ টাকা কমানো হয়েছিল। এছাড়া, সংস্থার তরফে অতিরিক্ত ১৫,০০০ টাকা ডিসকাউন্ট দেওয়া হচ্ছে।

আরভি৪০০ এবং আরভি৪০০ বিআরজেড একই ডিজাইন ও পাওয়ারট্রেন সহ এসেছে। ই-বাইকটিতে ৩.২৪ কিলোওয়াট ব্যাটারি প্যাক ব্যবহার করা হয়েছে, যা ফুল চার্জে ১৫০ কিলোমিটার পথ চলার শক্তি জোগায়। পাওয়ার আসে ৪ বিএইচপি মিড-ড্রাইভ মোটর থেকে। ব্যাটারি সম্পূর্ণ চার্জ হতে ০-১০০ শতাংশ সময় লাগে। কোম্পানি ৫ বছর/৭৫,০০০ কিলোমিটার (যেটা আগে হবে) ওয়ারেন্টি অফার করছে।

Tags:    

Similar News