Revolt RV1: পেট্রল বাইকের থেকে 95% কম খরচ! মাত্র 499 টাকায় বুক করুন এই নতুন ইলেকট্রিক মোটরসাইকেল
Revolt Motors তাদের সবচেয়ে সস্তা ই-বাইকের ঘোষণা করল। সংস্থার তরফে Revolt RV1 নামে একটি ইলেকট্রিক কমিউটার মোটরসাইকেল লঞ্চ করা হয়েছে। এটি RV1 ও RV1+ ভ্যারিয়েন্টে পাওয়া যাবে। দাম রাখা হয়েছে যথাক্রমে ৮৪,৯৯০ টাকা ও ৯৯,৯৯০ টাকা (এক্স-শোরুম)।জানিয়ে রাখি, কোম্পানির অন্য দুই বৈদ্যুতিক হল Revolt RV400 ও RV400 BRZ।
রিভল্ট মোটরস দাবি করেছে, নতুন Revolt RV1 চালাতে একটি পেট্রল মোটরসাইকেলের তুলনায় ৯৫ শতাংশ খরচ সাশ্রয় হবে। উভয় ভ্যারিয়েন্ট চারটি আকর্ষণীয় কালার অপশনে উপলব্ধ। ইতিমধ্যেই বুকিং চালু হয়েছে। বুক করার জন্য দিতে হবে ৪৯৯ টাকা। ডেলিভারি খুব শীঘ্রই শুরু হতে চলেছে।
Revolt RV1: স্পেসিফিকেশন ও ফিচার্স
Revolt RV1 মোট ২৫০ কেজি ওজন বহন করতে সক্ষম। যেখানে বাজারের অন্যান্য স্ট্যান্ডার্ড কমিউটার বাইকের লোড ক্যাপাসিটি ১৫০ কেজি। নতুন বৈদ্যুতিক মোটরসাইকেলটি ২.২ কিলোওয়াট আওয়ার এবং ৩.২৪ কিলোওয়াট আওয়ার ব্যাটারি প্যাক অপশনে কেনা যাবে। রেঞ্জ মিলবে যথাক্রমে ১০০ কিলোমিটার ও ১৬০ কিলোমিটার।
আরও পড়ুন : HMD Vibe Pro বাজেটের মধ্যে 50 মেগাপিক্সেল সেলফি ক্যামেরার সাথে বাজারে আসছে
দুই মডেলের টপ স্পিড প্রতি ঘন্টায় ৭৫ কিলোমিটার। RV1+ ভ্যারিয়েন্ট ফাস্ট চার্জিং সাপোর্ট করে। এর ফলে ১.৫ ঘন্টায় ব্যাটারি সম্পূর্ণ চার্জ হয়ে যাবে। বাইকটির বিশেষ ফিচার্সের মধ্যে রয়েছে চওড়া টায়ার, ডুয়াল ডিস্ক ব্রেক, একাধিক স্পিড মোড, রিভার্স মোড, ৬ ইঞ্চি এলসিডি ডিসপ্লে, এলইডি হেডলাইট, পোর্টাবেল ব্যাটারি, ও বিল্ট-ইন চার্জার।