Revolt RV400 ইলেকট্রিক বাইক এখন দেশের 50 শহরে, এক চার্জে 150 কিমি চালাতে পারবেন
বছর তিনেক আগে আমাদের দেশের ব্যাটারি চালিত যানবাহনের বাজার তখন সবেমাত্র শৈশব অবস্থার মধ্যে দিয়ে চলছে। সেই সময়ই ভারতের প্রথম আর্টিফিশিয়াল ইন্টেলিজেন্স চালিত ইলেকট্রিক বাইক লঞ্চ করে চারিদিকে আলোড়ন ফেলে দিয়েছিল রিভল্ট মোটরস (Revolt Motors)। আর পাঁচটি সাধারণ পেট্রোল চালিত বাইকের মতোই হুবহু একই ধরনের RV400 নিয়ে এসেছিল সংস্থাটি। এর মধ্যে বৈদ্যুতিক বাইকটির লভ্যতা বাড়াতে একের পর এক নতুন শোরুম খুলতে দেখা গিয়েছে তাদেরকে। এবার সংস্থার তরফে দাবি করা হয়েছে, দেশের ২২টি রাজ্যে ৫০টি শহরের ৫০টি আউটলেট থেকে Revolt RV400 কিনতে পাওয়া যাবে।
শুধু তাই নয় আগামী ৩ মাসের মধ্যে আরও অতিরিক্ত ১০০ টি নতুন শোরুম চালু করার পরিকল্পনা রয়েছে তাদের। অর্থাৎ ২০২৩ এর জুন মাসের মধ্যে সংস্থার মোট রিটেল স্টোরের সংখ্যা বেড়ে হবে ১৫০। দেশের ইলেকট্রিক টু-হুইলারের সম্ভাবনাময় ব্যবসা ক্ষেত্রকে নিজেদের হাতে আনতেই ডিলারশিপ নেটওয়ার্ক বর্ধিত করার দিকে এই মুহূর্তে প্রধান লক্ষ্য সংস্থার।
Revolt Motors: নতুন ডিলারশিপ
গত মাস পর্যন্তও Revolt Intellicorp এর হাতে ছিল মোট ৩৫টি আউটলেট। চলতি মার্চ মাসেই সবমিলিয়ে ১৫টি নতুন ডিলারশিপ চালু করেছে তারা। এদের মধ্যে রয়েছে রায়পুর, ভাপি, বাহাদুরগড়, মুম্বাই, ঔরঙ্গাবাদ, কোটা, আগ্রা, ঝাঁসি, মিরাট, ভুবনেশ্বর, সুরাট, দেরাদুন, গাজিয়াবাদ এবং ফরিদাবাদ। এই নতুন শোরুমগুলির মাধ্যমে গ্রাহকরা RV 400 মডেলটির বুকিং করতে পারবেন। ডেলিভারি শুরু হবে অতি শীঘ্রই।
Revolt RV 400: দাম ও স্পেসিফিকেশন
RV 400 এই ইলেকট্রিক বাইকটিতে ৩ কিলোওয়াট এর ইলেকট্রিক মোটর মূল চালিকা শক্তি যোগায়। আর এই মোটরকে সচল রাখতে ৩. ২৪ কিলোওয়াট আওয়ার এর লিথিয়াম আয়ন ব্যাটারি প্যাক সংযুক্ত রয়েছে। ARAI এর সার্টিফিকেট অনুযায়ী ব্যাটারিটি সম্পূর্ণ চার্জে প্রায় ১৫৬ কিমি দূরত্ব অতিক্রম করা সম্ভব। বাইকটির প্রতি ঘন্টায় সর্বোচ্চ ৮০ কিমি গতিবেগ নিয়ে চলতে সক্ষম।
এছাড়াও পরিবর্তনযোগ্য ব্যাটারি প্যাক, ইউএসডি ফ্রন্ট ফর্ক, এলইডি লাইটিং, ব্লুটুথ কানেক্টিভিটি, আর্টিফিশিয়াল এগজস্ট এর মতো আধুনিক বৈশিষ্ট্য উপলব্ধ রয়েছে RV400 তে। ফেম-টু প্রকল্পের আওতায় কেন্দ্রীয় সরকারের সমস্ত রকম সাবসিডি ধরে বর্তমানে এক্স শোরুম মূল্য ১.২৫ লাখ টাকা।