নতুন মডেল লঞ্চ করার আগে বুলেটের দাম বাড়াল Royal Enfield

By :  SUMAN
Update: 2022-05-12 05:01 GMT

রয়্যাল এনফিল্ডপ্রেমী বলুন বা খোদ সংস্থা, Bullet-এর গুরুত্বই আলাদা। এটি যেমন রয়্যাল এনফিল্ডের সবচেয়ে পুরনো মডেল, তেমনই অনেকের জীবনে চালানো প্রথম বাইক। ফলে বুলেট নিয়ে নস্টালজিয়া কাজ করে সবার মনে। ইতিমধ্যেই Bullet 350-এর নতুন প্রজন্মের মডেলের উপরে কাজ শুরু হয়েছে। যা অনুরাগীদের মনে খুশির খবর বয়ে আনলেও, মোটরসাইকেলটির মূল্যবৃদ্ধির খবর আনন্দের পরিমাণ কিছুটা কমাল।

Royal Enfield Bullet 350 এখন আগের তুলনায় ২,৮৭৪ টাকা দামী। বুলেটের স্ট্যান্ডার্ড, কিকস্টার্ট, এবং ইলেকট্রিক স্টার্ট মডেলের নতুন মূল্য হল যথাক্রমে ১,৪৭,৯৯৯ টাকা, ১,৫৪,৬৭৪ টাকা আর ১,৬৩,৩৩৮ টাকা৷ উল্লেখ্য, এগুলি সব দিল্লির এক্স-শোরুমের দাম।

প্রসঙ্গত, রয়্যাল এনফিল্ডের ৩৫০ সিসি লাইনআপে বুলেটই একমাত্র মডেল, যা সংস্থার পুরনো প্ল্যাটফর্মের উপর ভিত্তি করে তৈরি। তবে নতুন প্রজন্মের বুলেট Classic 350 ও Meteor 350-এর মতো নয়া J প্ল্যাটফর্মের উপর নির্মিত হবে বলে আশা করা হচ্ছে। ক'মাস আগেই আপকামিং বুলেটের স্পাই ছবি প্রকাশ্যে এসেছে। সেটি প্রোডাকশন রেডি বলেই মনে হয়েছে।

এগজিস্টিং মডেলটি অবশ্য সিঙ্গেল ক্র্যাডেল ফ্রেম বেসড। এটি ৩৪৬ সিসির সিঙ্গেল সিলিন্ডার ইঞ্জিনকে ধরে রাখে। গিয়ারের সংখ্যা পাঁচ। ইঞ্জিনটি ১৯.১ বিএইচপি ক্ষমতা এবং ২৮ এনএম টর্ক উৎপন্ন করে। দু'দিকেই ১৯ ইঞ্চি চাকা রয়েছে। সাসপেনশনের জন্য সামনে টেলিস্কোপিক ফর্ক ও পিছনে ডুয়াল স্প্রিং দেওয়া। ডিস্ক-ড্রাম ব্রেকের কম্বিনেশনের সাথে সিঙ্গেল চ্যানেল এবিএস রয়েছে এতে।

Tags:    

Similar News