Royal Enfield: রয়্যাল এনফিল্ডের নতুন চমক, আগামী সোমবার বড় ঘোষণা করবে সংস্থা

By :  techgup
Update: 2024-08-06 08:01 GMT

রয়্যাল এনফিল্ড নতুন হিমালয়ানের প্ল্যাটফর্ম ব্যবহার করে গত মাসে গোরিলা ৪৫০ মোটরসাইকেল লঞ্চ করেছে। আবার এই মাসে ভারতীয় সংস্থাটি তাদের সবচেয়ে জনপ্রিয় মডেলের আপডেটেড ভার্সন নিয়ে হাজির হতে চলেছে। একঝাঁক ফিচার্স নিয়ে আগামী ১২ই আগস্ট আনুষ্ঠানিকভাবে লঞ্চ হবে নতুন রয়্যাল এনফিল্ড ক্লাসিক ৩৫০। সংস্থা এখনও ঘোষণা না করলেও, একটি সূত্র থেকে মোটরসাইকেলটির ভ্যারিয়েন্ট ও ফিচার্স ফাঁস হয়ে গিয়েছে।

আপডেটেড ক্লাসিক ৩৫০ লাইনআপে পাঁচটি ভ্যারিয়েন্ট থাকবে - হেরিটেজ, হেরিটেজ প্রিমিয়াম, সিগনালস, ডার্ক, এবং টপ-স্পেক ক্লাসিক ক্রোম। বর্তমান মডেলের মতো দাম সাধ্যের মধ্যে রাখতে লোয়ার ভ্যারিয়েন্টের পিছনে ড্রাম ব্রেক অফার করা হতে পারে। ডার্ক ট্রিমে শুধুমাত্র অ্যালয় ও টিউবলেস টায়ার থাকবে। এছাড়া, বাকি পাঁচ ভ্যারিয়েন্টে এটি অপশনাল এক্সট্রা হিসাবে উপলব্ধ হবে।

ক্লাসিক ৩৫০ আপডেটেড ভার্সনের ডার্ক ও ক্রোম ভ্যারিয়েন্টে অ্যাডজাস্টেবল লিভাল স্ট্যান্ডার্ড ফিচার হিসাবে উপলব্ধ হবে। তবে প্রতিটি ভ্যারিয়েন্টেই গিয়ার পজিশন ইন্ডিকেটর মিলবে বলে জানা গিয়েছে। ২০২১ সালে জে-প্ল্যাটফর্মে নতুন অবতারে লঞ্চ হওয়ার পর থেকেই এই দাবি করে আসছিল অনুরাগীরা। অবশেষে তাদের কথা শোনা হচ্ছে। আবার গোটা ক্লাসিক ৩৫০ লাইনআপ জুড়ে ইউএসবি-সি চার্জিং পোর্ট পাওয়া যাবে।

নতুন ফিচার্স যোগ হলেও, আপডেটেড ক্লাসিকের ইঞ্জিনে পরিবর্তন হওয়ার সম্ভাবনা নেই। ফলে এটি আগের মতোই সিরিজের ৩৪৯ সিসি এয়ার/অয়েল কুল্ড ইঞ্জিনে ছুটবে, যা সর্বাধিক ২০.২ বিএইচপি এবং ২৭ এনএম টর্ক উৎপন্ন করবে। সঙ্গে থাকবে ফাইভ স্পিড গিয়ারবক্স। বর্তমানে মোটরসাইকেলটির দাম ১.৯৩ লক্ষ টাকা থেকে ২.২৫ লক্ষ টাকা পর্যন্ত (এক্স-শোরুম)। নতুন ভার্সনের দাম কতটা বাড়বে এখন সে দিকেই নজর ক্রেতাদের।

Tags:    

Similar News