Royal Enfield EV: দীপাবলির আগে বিশাল চমক! আজ প্রথম ইলেকট্রিক বাইক আনছে এনফিল্ড
আজ থেকে শুরু হওয়া ইতালির মিলান মোটরসাইকেল শো (EICMA 2023)-এর মঞ্চে উন্মোচিত হতে চলেছে নতুন প্রজন্মের Royal Enfield Himalayan 452। এই ডুয়েল পারপাস অ্যাডভেঞ্চার ট্যুরার নিয়ে আগ্রহ তুঙ্গে থাকলেও, এর থেকেও বড় চমক দেখাতে চলেছে রয়্যাল এনফিল্ড। শোনা যাচ্ছে, হিমালয়ান ইলেকট্রিক মডেলেরও ঝলক দেখাবে সংস্থা। অবশ্য কনসেপ্ট মডেল হিসাবেই আত্মপ্রকাশ করবে বাইকটি।
Royal Enfield Himalayan ইলেকট্রিকের অভিষেক
রয়্যাল এনফিল্ড (Royal Enfield) বৈদ্যুতিক বাইক আনার বিষয়টি সংস্থার মালিকপক্ষ আইশার মোটর (Eicher Motor)-এর ম্যানেজিং ডিরেক্টর সিদ্ধার্থ লাল নিশ্চিত করেছিলেন। রেট্রো মোটরসাইকেলের দুনিয়াতেও ই-বাইক একটি গুরুত্বপূর্ণ ভূমিকা পালন করতে পারে বলে তাঁর কথায় উঠে এসেছিল। যা ভবিষ্যতে সংস্থার এই জাতীয় মডেল লঞ্চের ইঙ্গিতপূর্ণ বার্তা ছিল।
অন্যদিকে রয়্যাল এনফিল্ডে সিইও বি গোবিন্দরাজন জানিয়েছিলেন, বিদ্যুৎ চালিত মডেল তৈরির জন্য ব্যাটারি, কন্ট্রোলার এবং ইলেকট্রিক মোটরের প্রদান করবে এমন পার্টনারের সন্ধান চলছে। এতে আনুমানিক ১,৫০০ কোটি টাকা লগ্নির প্রয়োজন বলেও সে সময় জানিয়েছিল কোম্পানি। উল্লেখ্য, স্পেনের স্টার্ক ফিউচার (Stark Future) এর সাথে যৌথভাবে তৈরি প্ল্যাটফর্মের ওপর ভিত্তি করে ইলেকট্রিক অ্যাডভেঞ্চার কনসেপ্ট মডেলটি আসতে পারে বলে অনুমান।
ওই প্রকল্পে মুখ্য ভূমিকা পালন করছেন সংস্থার প্রধান প্রযুক্তি আধিকারিক উমেশ কৃষ্ণাপ্পা। তাকে সঙ্গ দিচ্ছেন ডুকাটির প্রাক্তন কর্তা মারিও আলভিসি। প্রোটোটাইপ ইলেকট্রিক বাইকের উন্নয়ন ও গবেষণার জন্য একদল প্রকৌশলী নিযুক্ত করা হয়েছে। চেন্নাইয়ের ওরাগাদাম কারখানা থেকে রয়্যাল এনফিল্ডের প্রথম ইলেকট্রিক মোটরসাইকেলটি তৈরি হয়ে বেরোবে বলে জানা গিয়েছে।