350cc ভার্সনের জনপ্রিয়তা তুঙ্গে, এবার Hunter 450 আনছে রয়্যাল এনফিল্ড, থাকবে শক্তিশালী ইঞ্জিন

By :  SUMAN
Update: 2023-04-29 07:32 GMT

বাইকপ্রেমীদের কাছে এটি আর অজানার বিষয় নেই, যে রয়্যাল এনফিল্ড (Royal Enfield) বর্তমানে একটি নতুন ৪৫০ সিসি মোটরসাইকেলের উপর কাজ করছে। ইতিমধ্যেই টেস্টিং চলাকালীন এর একাধিক ছবি ইন্টারনেটে ফাঁস হয়েছে। যার নাম – Royal Enfield Himalayan 450। এর পাশাপাশি ৩৫০ সিসির Classic 350 Bobber ও নতুন প্রজন্মের Bullet 350 আনার প্রস্তুতিও চালানো হচ্ছে।

৪৫০ সিসির ডুয়েল পারপাস অ্যাডভেঞ্চার টুরার বাইক অর্থাৎ Himalayan 450 আগামী ২০২৪ সালের শুরুতে লঞ্চ হতে পারে। রিপোর্টে দাবি করা হয়েছে, এই সেগমেন্টের পরবর্তী মডেল হিসেবে আসতে পারে একটি নেকেড রোডস্টার। যার নাম Hunter 450 হতে পারে। এটি সামনের বছর লঞ্চ হওয়ার সম্ভাবনা।

Royal Enfield Hunter 450 ফিচার্স

হিমালয়ান ৪৫০-এর চাইতে নেকেড রোডস্টারটির সিট হাইট কম হবে। অ্যালয় হুইল এবং স্পোক হুইল ভ্যারিয়েন্টে আসবে আসবে এটি। মোটরসাইকেলটিতে মডার্ন/রেট্রো স্টাইলিং, নূন্যতম বডি প্যানেল, স্লিম ফুয়েল ট্যাঙ্ক, সার্কুলার এলইডি হেডল্যাম্প, এলইডি টেলল্যাম্প, এলইডি টার্ন ইন্ডিকেটর, অফসেট রিয়ার মোনোশক সাসপেনশন, আপসাইড ডাউন ফ্রন্ট ফর্ক সহ আরও অন্যান্য বৈশিষ্ট্যের দেখা মিলবে।

Royal Enfield Hunter 450 ইঞ্জিন

রয়্যাল এনফিল্ড হান্টার ৪৫০ সিসি মোটরসাইকেলটি একটি ৪৫০ সিসি সিঙ্গেল সিলিন্ডার, লিকুইড কুল্ড ইঞ্জিন দ্বারা পরিচালিত হবে। যা থেকে সর্বোচ্চ ৪০ বিএইচপি-র কাছাকাছি শক্তি উৎপন্ন হবে। এর সাথে থাকবে একটি ৬-স্পিড ট্রান্সমিশন এবং স্লিপার ও অ্যাসিস্ট ক্লাচ। একটি নতুন আর্কিটেকচারের উপর ভিত্তি করে আসবে বাইকটি।

সূত্রের দাবি, ৪৫০ সিসির রোডস্টার বাইকটির নামকরণ করা হতে পারে Hunter 450। কারণ ডিজাইনের দিক থেকে দুটি মডেলের মধ্যে বিস্তর মিল রয়েছে। ৩৫০-এর চাইতে যে ৪৫০ সিসি অধিক হার্ডকোর মডেল হবে, তা আর বলার অপেক্ষা রাখে না। ট্রিপার নেভিগেশন সিস্টেম সহ একটি গোলাকৃতি সম্পূর্ণ ডিজিটাল ইন্সট্রুমেন্ট কনসোল, নতুন সুইচগিয়ার ও চওড়া হ্যান্ডেলবার থাকবে এতে। প্রতিপক্ষ হিসাবে পাবে KTM 390 Duke ও BMW G 310 R মডেলকে।

Tags:    

Similar News