রয়্যাল এনফিল্ড বুলেট ও ক্লাসিকের 650 সিসি ভার্সন আত্মপ্রকাশ করতে পারে এই বছর
রাইডার ম্যানিয়া নামে পূর্ব পরিচিত রয়্যাল এনফিল্ডের বার্ষিক অনুষ্ঠান মোটোভার্স সময়ের সঙ্গে সঙ্গে আরও জাকজমকপূর্ণ ভাবে পালন হচ্ছে। এই ইভেন্টের মাধ্যমে সংস্থাটি তাদের নতুন মোটরসাইকেলের সঙ্গে বিশ্বজুড়ে ছড়িয়ে থাকা অনুরাগীদের পরিচয় করিয়ে দেয়। আর এই বছরেও তার অন্যথা হবে না বলে মনে করা হচ্ছে। চলতি বছর মোটোভার্সে রয়্যাল এনফিল্ডের নতুন ৬৫০ সিসি বাইক প্রদর্শিত হবে বলে জল্পনা শোনা যাচ্ছে।
গত বছর মোটোভার্সে রয়্যাল এনফিল্ড শটগান বাইকের কনসেপ্ট উন্মোচিত হয়েছিল। একইসাথে নিউ জেনারেশন হিমালয়ান ৪৫০ মোটরসাইকেলের দাম ঘোষণা হয়েছিল। এই বছরও সেই ধারা অনুসরণ করে সংস্থা তাদের আপকামিং দুই ৬৫০ সিসি বাইক, ক্লাসিক ৬৫০ এবং বুলেট ৬৫০ প্রকাশ্যে আনতে পারে।
প্রসঙ্গত, বুলেট ও ক্লাসিকের ৬৫০ সিসি ভার্সন ভারতের পাশাপাশি ব্রিটেনে একাধিকবার টেস্টিংয়ে দেখা গিয়েছে। ছবি দেখে স্পষ্ট, বাইকগুলি প্রায় প্রোডাকশন রেডি এবং আগামী কয়েক মাসের মধ্যে ভারত সহ আর্ন্তজাতিক বাজারে লঞ্চ হতে পারে। জানিয়ে রাখি, আগামী ২২-২৪ নভেম্বর গোয়াতে মোটোভার্স ইভেন্টটি অনুষ্ঠিত হবে।
বুলেট ৬৫০ ও ক্লাসিক ৬৫০ ছাড়াও ইন্টারসেপ্টর ৬৫০ মডেলটির উপর ভিত্তি করে স্ক্র্যাম্বলার ৬৫০ নামে আরেকটি বাইকের উপর রয়্যাল এনফিল্ড কাজ করছে বলে খবর সামনে এসেছে। হিমালয়ান ৪৫০-এর মতো এটি মোটোভার্সের আগে আত্মপ্রকাশ করতে পারে, কিন্তু দাম ইভেন্টেই ঘোষণা হওয়ার সম্ভাবনা। যদিও সংস্থার তরফে এই বিষয়ে অফিশিয়ালি কোনও ঘোষণা আসেনি।