হৈচৈ ফেলে খুব পাওয়ারফুল বাইক লঞ্চ করতে চলেছে রয়্যাল এনফিল্ড, প্রকাশ্যে এল ছবি
স্ক্র্যাম্বলার বাইকের প্রতি ক্রেতাদের আকর্ষণ নতুন উচ্চতায় পৌঁছেছে। যা দেখে অনুপ্রাণিত বিভিন্ন টু-হুইলার কোম্পানি। সেই তালিকার অন্তর্ভুক্ত রয়্যাল এনফিল্ড (Royal Enfield)-ও। এবারে চেন্নাইয়ের সংস্থাটি একটি ৬৫০ সিসির নতুন বাইক আনছে। যার নাম – Royal Enfield Scrambler 650। সম্প্রতি এদেশে বাইকটির টেস্টিং চালাতে দেখা গিয়েছে। এর অফিশিয়াল লঞ্চ হতে আর কয়েক মাসের অপেক্ষা বলে মনে করছেন বিশেষজ্ঞরা। চলুন আসন্ন নতুন মডেলটির সম্পর্কে জেনে নেওয়া যাক।
Royal Enfield Scrambler 650-এর বৈশিষ্ট্য
টেস্টিং মডেলটি কোনরকম ক্যামোফ্লেজে মোড়ানো ছাড়াই দেখা দিয়েছে। এতে বেশ কিছু নিঁখুত যন্ত্রাংশ দেখে মনে হচ্ছে যে, সেগুলি তৈরির কাজ পুরো সম্পন্ন হয়েছে। Interceptor 650-এর একই প্ল্যাটফর্মের ওপর ভিত্তি করে এলেও, মডেল দুটির মধ্যে বেশ কিছু ফারাক বর্তমান। এর স্পোক হুইলের মাপ ১৯-১৭ ইঞ্চি হতে পারে। আবার ব্লক প্যাটার্ন টায়ার সমেত আসতে পারে বাইকটি।
Scrambler 650-এ রয়েছে আপসাইড ডাউন ফ্রন্ট ফর্ক। পেছনে থাকছে ডুয়েল স্প্রিং সাসপেনশন। ফ্রেম পাল্টানোর কারণে এতে ডুয়েল এগজস্টের বদলে সিঙ্গেল সাইডেড টু-ইন-ওয়ান এগজস্ট ক্যানিস্টার চোখে পড়েছে। এছাড়া এতে উপস্থিত ফুল এলইডি লাইটিং সেটআপ, ডিম্বাকৃতি সাইড প্যানেল, অফসেট সিঙ্গেল পড কনসোল এবং একটি চওড়া হ্যান্ডেলবার, যেগুলি কিন্তু Interceptor 650-এ অনুপস্থিত।
রয়্যাল এনফিল্ড স্ক্র্যাম্বলার ৬৫০ একটি ৬৪৯ সিসি প্যারালাল টুইন, এয়ার-অয়েল কুল্ড ইঞ্জিন সমেত আসবে। যার সাথে সংযুক্ত ৬-স্পিড গিয়ারবক্স। এতে দেওয়া হতে পারে দীর্ঘতর ট্রাভেল সাসপেনশন সেটআপ। বাইকটি ২০২৪-এর মাঝামাঝিতে এ দেশের বাজারে হাজির হবে বলে অনুমান করা হচ্ছে।