কবে রাস্তায় নামবে Royal Enfield-এর প্রথম ইলেকট্রিক বাইক? দামও বা কেমন হতে পারে
রয়্যাল এনফিল্ড (Royal Enfield)-এর প্রথম ইলেকট্রিক মোটরসাইকেল লঞ্চ কেবল সময়ের অপেক্ষা। দীর্ঘদিন ধরেই এক্ষেত্রে সংস্থার উন্নয়ন প্রক্রিয়া চালানোর খবর সামনে আসছে। এবারে সংস্থার খোদ ম্যানেজিং ডিরেক্টর সিদ্ধার্থ লাল নিশ্চিত করলেন যে কোনরকম বিলম্ব ছাড়াই এটি বাজারে আসবে। কারণ বর্তমানে বৈদ্যুতিক বাইক তৈরিতে ব্যাপক মনোনিবেশ করেছে কোম্পানি। সব ঠিকঠাক চললে ২০২৫-এ এটি বাজারে আসতে পারে।
Royal Enfield-এর ই-বাইক ২০২৫-এ বাজারে আসছে
লাল জানান, রয়্যাল এনফিল্ড তাদের ইলেকট্রিক মডেলে কোনরকম খামতি রাখতে নারাজ। বর্তমানে এটি প্রোটোটাইপ পর্যায় পার করেছে। ইতিমধ্যেই সংস্থার প্রকৌশলীরা এটির টেস্টিং চালিয়েছেন। এই ইভি মডেলটি উন্নয়নের জন্য একটি আলাদা দল গঠন করা হয়েছে। আবার দাম নাগালের মধ্যে রাখতে স্থানীয়করণ বাড়ানোর বিষয়ে চিন্তাভাবনা করছে সংস্থা।
এদিকে ব্যাটারি সমেত আনা হলেও রয়্যাল এনফিল্ড তাদের মোটরসাইকেলে থেকে ধুকপুক শব্দ নির্গমনের বিষয়টি নিশ্চিত করেছে। আবার লালের কথানুযায়ী, বাইক থেকে এই শব্দ নির্গমনের জন্য কৃত্রিম উপায়ে কোন স্পিকার ব্যবহার করা হবে না।
এদিকে ভারত সরকার বৈদ্যুতিক বাইকের থেকে ভর্তুকি ক্রমশ কমিয়ে চলেছে। ফেম-২ প্রকল্প থেকে ছাঁটা হয়েছে ভর্তুকির বেশ কিছুটা অংশ। তাই ২০২৫ এর মধ্যে ভর্তুকির পরিমাণ আরও কমানো হবে বলেই মনে করছেন বিশেষজ্ঞরা। তাই বৈদ্যুতিক বাইক ও স্কুটারের দাম বাড়তে পারে বলে জানিয়েছেন লাল। তাদের আসন্ন প্রথম ইলেকট্রিক মোটরসাইকেলের মূল্য ২.৫ লক্ষ টাকা (এক্স-শোরুম) ধার্য করা হতে পারে বলেই অনুমান।