পরিবেশ দূষণ কমাতে Hero Eletric এর বৈদ্যুতিক স্কুটারে অনলাইন ডেলিভারি দেবে এই সংস্থা, প্রথম ব্যাচ হাতে পেল
সম্প্রতি ডেলিভারি ক্ষেত্রে কাজ করা পরিচিত এক প্রতিষ্ঠান শ্যাডোফ্যাক্স (Shadowfax) ভারতের অন্যতম বৃহত্তম বৈদ্যুতিক দু'চাকা গাড়ি নির্মাতা হিরো ইলেকট্রিক (Hero Electric)-এর সঙ্গে হাত মিলিয়েছিল। জোট বাঁধার মূল উদ্দেশ্য ছিল, ডেলিভারির কাজে ব্যবহার করা পেট্রল চালিত মোটরসাইকেল-স্কুটারের বদলে ব্যাটারি চালিত স্কুটারের জোগাড়। চুক্তি অনুযায়ী, গত শুক্রবার এই ডেলিভারি সংস্থা প্রথম ব্যাচে হিরো ইলেকট্রিকের দেওয়া ১০০টি NYX HX বৈদ্যুতিক স্কুটারের প্রাপ্তি স্বীকার করেছে।
আসলে কোভিড পরবর্তী সময়ে বদলে গেছে মানুষের জীবনযাত্রার ধারা। বাজারে গিয়ে জিনিসপত্র কেনা থেকে মানুষ এখন ই-কমার্স সংস্থাগুলোর উপর নির্ভরশীল থাকতে পছন্দ। খাদ্যদ্রব্য হোক অথবা অন্যান্য সামগ্রী সবকিছুই আজ বাড়িতে পৌঁছে যাচ্ছে এক ক্লিকেই। আর ঠিক এই "ট্রেন্ডের" মধ্যেই সিঁদুরে মেঘ দেখছেন পরিবেশবিদরা। কারণ ডেলিভারি সংস্থার এই কাজে ব্যবহৃত জীবাশ্ম জ্বালানি চালিত ফোর-হুইলার কিংবা টু-হুইলার থেকে ছড়ানো দূষণে জর্জরিত দিল্লি থেকে কলকাতা।
সেই কারণেই এবার বিভিন্ন ডেলিভারি সংস্থা তাদের চিরাচরিত যানবাহনগুলি বদলে ফেলে পরিবেশবান্ধব যানের পথে হাঁটছে। এই সূত্রেই গত এপ্রিলে দুই সংস্থা গাঁটছড়া বেঁধেছিল। এক বিবৃতি দিয়ে শ্যাডোফ্যাক্স জানিয়েছে, ২০২৫ সালের মধ্যে তাদের ব্যবহৃত গাড়িগুলির ৭৫ শতাংশ বিদ্যুতায়ন করার পরিকল্পনা নিয়েছে তারা।
শ্যাডোফ্যাক্স এর সহকারি প্রতিষ্ঠাতা প্রহর্ষ চন্দ্র এই প্রসঙ্গে বলেন, প্রতি দিন ১০ লক্ষেরও বেশি অনলাইন অর্ডার তাদের ডেলিভারি দিতে হয়। আর সেই কারণেই তারা সম্পূর্ণ কাজটিকে পরিবেশবান্ধব ভাবে রূপায়িত করতে চাইছে। তিনি আরো বলেন আগামী কয়েক মাসের মধ্যে শ্যাডোফ্যাক্স ১ হাজার ই-স্কুটার রাস্তায় নামাবে।
অন্য দিকে, হিরো ইলেকট্রিকের সিইও সোহিন্দর গিল জানান, "এই ১০০টি ইলেকট্রিক স্কুটার দিয়ে আমাদের চুক্তির বাস্তবায়ন শুরু হলো মাত্র। এইভাবে আগামী দিনে আমরা কার্বন মুক্ত পরিবেশে লজিস্টিক জগতের প্রতিটি গ্রাহকের চাহিদা সঠিকভাবে পূরণ করতে পারব।"