নতুন বাইক মাত্র 5 জন ভাগ্যবানকে বিক্রি করবে Suzuki, এত স্পেশ্যাল কী কারণে

By :  SUMAN
Update: 2023-09-10 14:12 GMT

আন্তর্জাতিক বাজারে তাদের অন্যতম এক্সক্লুসিভ মোটরসাইকেল GSX-8S Kevin Schwantz এডিশন উন্মোচন করল সুজুকি (Suzuki)। এই স্পেশাল স্ট্রিটফাইটার বাইকটির মাত্র ৫টি মডেল তৈরি করেছে সংস্থা। লেজেন্ডারি রাইডার কেভিন সোয়ান্তজ-এর প্রতি সম্মান জ্ঞাপনার্থে এই আল্ট্রা রেয়ার মডেলটির নতুন এডিশন এনেছে তারা। বাইকটিতে তাঁর প্রিয় পেইন্ট স্কিম রেড ও হোয়াইটের সাথে রেস নম্বর ‘৩৪’ ফুটিয়ে তোলা হয়েছে। প্রতিটি বাইকে সোয়ান্তজের স্বাক্ষর রয়েছে। যারা দুর্লভ জিনিস খোঁজ করেন, তাদের কাছে উপযুক্ত হয়ে উঠবে এটি।

১৯৯৩ চ্যাম্পিয়নশিপ বিজেতা Suzuki RGV500-এর আদলে তৈরি হয়েছে বাইকটি

Suzuki GSX-8S Kevin Schwantz Edition-এর মোটরসাইকেলটি সোয়ান্তজের ১৯৯৩ চ্যাম্পিয়নশিপ বিজেতা Suzuki RGV500-এর অনুপ্রাণিত হয়ে ডিজাইন করা হয়েছে। সম্প্রতি ইতালিতে তিনি সেই বাইকটি রাইড করেছেন। লিমিটেড এডিশনের স্ট্রিট ফাইটার মোটরসাইকেলটি আইকনিক রেড ও হোয়াইট কালার স্কিম সমেত এর ফুয়েল ট্যাঙ্কে সোয়ান্তজের রেস নম্বর ৩৪-এর দেখা মিলবে।

হুইলে সাদা রঙের এবং সিট কভার যোগ করার ফলে পিলিয়ন সিট বাদ পড়েছে। শোভা বাড়াতেই এই পদক্ষেপ সংস্থার। Suzuki GSX-8S Kevin Schwantz Edition-এ শক্তি জোগাবে অতি পাওয়ারফুল ৭৭৬ সিসি প্যারালাল টুইন ইঞ্জিন। এটি থেকে সর্বোচ্চ ৮২ এইচপি শক্তি এবং ৭৭.৬ এনএম টর্ক উৎপন্ন হবে।

রাইড-বাই-ওয়্যার থ্রটেল সিস্টেম, ট্রাকশন কন্ট্রোল, রাইডিং মোড, বাই ডিরেকশনাল কুইকশিফ্টার, ফুল এলইডি লাইটিং সেটআপ, এবং একটি ৫-ইঞ্চির ফুল কালার টিএফটি ইন্সট্রুমেন্ট ক্লাস্টার উপস্থিত। প্রতিপক্ষ হিসেবে বাজারে রয়েছে Yamaha MT-07, Kawasaki Z650, KTM 790 Duke ও Triumph Street Triple।

Tags:    

Similar News