Suzuki Hayabusa: 25 বছরে পা দিল সুজুকির আইকনিক বাইক হায়াবুসা

By :  SUMAN
Update: 2024-04-17 10:30 GMT

বিশ্বের সবচেয়ে ক্ষমতাসম্পন্ন মোটরসাইকেলগুলির মধ্যে প্রথম সারিতে অবস্থান করে Suzuki Hayabusa। এই ‘লেজেন্ডারি’ সুপারবাইকের 25 বছর পূর্তি উপলক্ষ্যে ভারতে Hayabusa 25th Anniversary Celebration Edition লঞ্চ করল সুজুকি মোটরসাইকেল ইন্ডিয়া (Suzuki Motorcycle India)। নিউ এডিশন Suzuki Hayabusa-র দাম 17.70 লক্ষ টাকা (এক্স-শোরুম) ধার্য করা হয়েছে। মডেলটির ডিজাইনের বেশ কিছু আপডেট নজরে পড়েছে।

Hayabusa 25th Anniversary Celebration Edition লঞ্চ হল

স্ট্যান্ডার্ড হায়াবুসা’র তুলনায় 25th Anniversary Edition-এর মূল্য 80,000 টাকা বেশি। নতুন এডিশনে রয়েছে গোল্ড অ্যানোডাইজড ড্রাইভ চেন অ্যাডজাস্টার এবং ফ্রন্ট ব্রেক ডিস্ক ইনার রটর। মাফলার বডিতে 25th Anniversary লোগো এবং ড্রাইভ চেনে Hayabusa Kanji লোগো চোখে পড়বে। বাইকটির ফুয়েল ট্যাঙ্কে 3D সুজুকি প্রতীক, স্পেশাল V-শেপ ডেকাল এবং সিঙ্গেল সিট কাউল বর্তমান।

Hayabusa 25th Anniversary Edition-এও দেওয়া হয়েছে স্ট্যান্ডার্ড ভার্সনের 1,340 সিসি, ইন-লাইন, ফোর সিলিন্ডার, লিকুইড কুল্ড, DOHC ইঞ্জিন। এটি থেকে 9,700 আরপিএম গতিতে সর্বোচ্চ 190 বিএইচপি শক্তি এবং 7,000 আরপিএম গতিতে 142 এনএম টর্ক উৎপন্ন হয়। মোটরের সাথে সংযুক্ত 6-স্পিড গিয়ার বক্স। মোটরসাইকেলটিতে দেওয়া হয়েছে সুজুকি ইন্টেলিজেন্ট রাইড সিস্টেম, যার মধ্যে অন্তর্ভুক্ত ট্রাকশান কন্ট্রোল এবং বাই ডিরেকশনাল কুইকশিফ্টার।

1998 সালে প্রথম সফর শুরুর 25 বছর বাদে Hayabusa 25th Anniversary Edition বাজারে আনল সুজুকি। ভারতে এই বাইকের সম্পর্কে নতুন করে বলার কিছুই নেই। বহু বাইকপ্রেমীর স্বপ্ন এটি। 2016 থেকে Hayabusa-র স্থানীয়করণ শুরু করেছে সুজুকি মোটরসাইকেল। একমাত্র ভারতে এই বাইকের দ্বিতীয় প্রজন্মের মডেলটি এখনও তৈরি করা হয়।

Tags:    

Similar News